ঢাকা, বুধবার, ২ জুলাই ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২

টিভিতে আজকের খেলা: বাংলাদেশ–শ্রীলঙ্কা, ক্লাব বিশ্বকাপ

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ জুলাই ০২ ০৯:১০:৪৪
টিভিতে আজকের খেলা: বাংলাদেশ–শ্রীলঙ্কা, ক্লাব বিশ্বকাপ

নিজস্ব প্রতিবেদক: খেলাপ্রেমীদের জন্য আজকের দিনটি যেন উৎসবমুখর। একদিকে চলছে ওয়ানডে সিরিজের রোমাঞ্চ, অন্যদিকে মাঠে নেমেছে ক্লাব ফুটবলের তারকা দলগুলো। টেনিসপ্রেমীরাও অপেক্ষায় উইম্বলডনের জমজমাট লড়াই দেখার। নিচের টেবিলে দেখে নিন আজ কখন, কোন খেলা, কোন চ্যানেলে দেখা যাবে—

খেলার ধরনম্যাচ/ইভেন্টসময়সম্প্রচার মাধ্যম
ক্রিকেট বাংলাদেশ–শ্রীলঙ্কা, ১ম ওয়ানডে বেলা ৩টা টি স্পোর্টস
ক্রিকেট এজবাস্টন টেস্ট – ইংল্যান্ড vs ভারত, ১ম দিন বিকেল ৪টা সনি স্পোর্টস ১ ও ৫
ফুটবল ক্লাব বিশ্বকাপ – বরুসিয়া ডর্টমুন্ড vs মন্তেরি (২য় রাউন্ড) সকাল ৭টা ডিএজেডএন ওয়েবসাইট ও অ্যাপ
টেনিস উইম্বলডন – ২য় রাউন্ড বিকেল ৪টা স্টার স্পোর্টস সিলেক্ট ১ ও ২

বিশেষ দৃষ্টি:

বাংলাদেশের ওয়ানডে সিরিজ শুরু হওয়ায় দেশের ক্রিকেটপ্রেমীদের জন্য আজকের দিনটি বিশেষ। নতুন কন্ডিশনে কেমন শুরু করে টাইগাররা, সেটিই এখন আলোচনার কেন্দ্রবিন্দু।

একই সময়ে টেস্ট ক্রিকেটে নামছে ইংল্যান্ড ও ভারত। এজবাস্টনে দুই দলের ঐতিহ্যগত প্রতিদ্বন্দ্বিতা নতুন মাত্রা পাবে বলেই মনে করছেন বিশ্লেষকরা।

ক্লাব বিশ্বকাপেও উত্তেজনার ঘনঘটা। ইউরোপের শক্তিশালী বরুসিয়া ডর্টমুন্ড মুখোমুখি হবে মেক্সিকোর ক্লাব মন্তেরির।

আর উইম্বলডনে আজ দ্বিতীয় রাউন্ডে উঠবে র‍্যাকেটের ঝড়। বিকেলে শুরু হবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচগুলো।

খেলাধুলার এমন দিন মিস করার প্রশ্নই আসে না! সময়মতো টিভির সামনে বসে যান কিংবা অ্যাপে চোখ রাখুন প্রিয় দলের লড়াই দেখতে।

মো: রাজিব আলী/

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ