ঢাকা, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ৭ শ্রাবণ ১৪৩২

বাংলাদেশ বনাম পাকিস্তান: আজ টাইগারদের একাদশে থাকছেন যারা

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ জুলাই ২২ ০৯:৩৩:১৮
বাংলাদেশ বনাম পাকিস্তান: আজ টাইগারদের একাদশে থাকছেন যারা

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ৯ বছরের প্রতীক্ষা শেষ হয়েছে প্রথম ম্যাচেই। পাকিস্তানকে হারিয়ে টাইগাররা কেবল জয়ই ছিনিয়ে নেয়নি, ফিরিয়ে এনেছে আত্মবিশ্বাস, জাগিয়েছে আশাবাদ। এবার পালা ইতিহাস গড়ার। আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাঠে নামছে বাংলাদেশ। চোখ একটাই লক্ষ্যে—জিতলেই সিরিজ নিশ্চিত।

প্রথম ম্যাচে বাংলাদেশের জয় ছিল গোছানো, গর্বিত ও গর্জনময়। তাসকিন আহমেদ আর মোস্তাফিজুর রহমান যেন গতির ঝড় তুলে পাকিস্তানের ব্যাটিং লাইনআপ উড়িয়ে দেন। ১১০ রানে অলআউট হওয়া পাকিস্তান ম্যাচে ঠিক কতটা বেসামাল ছিল, তা বুঝিয়ে দেন দুই পেসার। তাসকিনের ৩ উইকেট আর মোস্তাফিজের ৪ ওভারে মাত্র ৬ রানে ২ উইকেট—শুধু পরিসংখ্যানই নয়, ছিল দৃঢ়তা, ছিল পরিকল্পনার নিখুঁত প্রয়োগ।

অল্প লক্ষ্যে ব্যাটিং শুরু করে বাংলাদেশের শুরুটা যদিও ছিল টালমাটাল—৭ রানের মধ্যে দুই উইকেট হারিয়ে চাপ তৈরি হয়। কিন্তু এখানেই এগিয়ে যায় নতুন প্রজন্মের টাইগাররা। পারভেজ হোসেন ইমন ও তাওহিদ হৃদয়—এই দুই তরুণ মিলে গড়েন ৭৩ রানের অনন্য জুটি। হৃদয় ফিরেন ৩৭ বলে ৩৬ রান করে। আর ইমন! ব্যাটে ছিল দ্যুতি, চোখে ছিল সাহস। ৩৯ বলে তিন চার আর পাঁচ ছক্কায় ৫৬ রানে অপরাজিত থেকে ম্যাচ শেষ করেন তিনি। জয় আসে ২৭ বল হাতে রেখেই, ৭ উইকেটের দাপটে।

এই জয় শুধু এক ম্যাচের নয়, নয় কেবল একটা ফলাফল। এটি ছিল দীর্ঘ নয় বছরের খরা ভাঙার ডাক, নিজেদের পুনর্জন্মের ঘোষণা। ২০১৬ সালের পর প্রথমবার পাকিস্তানকে টি-টোয়েন্টিতে হারিয়েছে বাংলাদেশ। আর আজ সুযোগ সেই স্মৃতি আরও গৌরবময় করে তোলার।

উইনিং কম্বিনেশন থাকবে অক্ষুণ্ণ?

প্রথম ম্যাচের জয়ে দারুণ খুশি টিম ম্যানেজমেন্ট। তাই আজ একাদশে পরিবর্তনের সম্ভাবনা খুবই কম, যদি না কোনো ইনজুরি বাধা হয়ে দাঁড়ায়। পাকিস্তান যদিও প্রথম ম্যাচের পর নিজেদের ব্যর্থতা কাটাতে একাদশে পরিবর্তন আনতে পারে। বিশেষ করে ব্যাটিং অর্ডারে কিছুটা রদবদল হতে পারে।

পরিসংখ্যান বলছে পুরনো গল্প, বাস্তব বলছে নতুন ভাষ্য

টি-টোয়েন্টি ইতিহাসে বাংলাদেশ ও পাকিস্তান মুখোমুখি হয়েছে মোট ২৩ বার। এর মধ্যে পাকিস্তান জিতেছে ১৯ বার, বাংলাদেশ মাত্র ৪ বার। কিন্তু পরিসংখ্যান সব সময় ভবিষ্যৎ নির্ধারণ করে না—তা গত ম্যাচেই প্রমাণ হয়েছে।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ:

তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন কুমার দাস (অধিনায়ক), তৌহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামিম হোসেন, মাহেদী হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।

পাকিস্তানের সম্ভাব্য একাদশ:

ফখর জামান, সাইম আইয়ুব, মোহাম্মদ হারিস, হাসান নওয়াজ, সালমান আলি আগা (অধিনায়ক), মোহাম্মদ নওয়াজ, খুশদিল শাহ, আব্বাস আফ্রিদি, ফাহিম আশরাফ, সালমান মির্জা ও আবরার আহমেদ।

আজ মিরপুরে সন্ধ্যা নামবে আলোয় মোড়া উত্তেজনায়। টাইগারদের হাতে রয়েছে ইতিহাস লেখার কলম, দরকার শুধু আরেকটি নিখুঁত স্পর্শ। জয় এলে শুধু সিরিজই নয়, আত্মবিশ্বাসের এক নতুন অধ্যায় শুরু করবে বাংলাদেশ ক্রিকেট। এখন শুধু অপেক্ষা প্রথম বলের, অপেক্ষা আরেকটি গর্জনের।

মো: রাজিব আলী/

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ