ঢাকা, মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২

আর্জেন্টিনার মাটিতে মেসির শেষ ম্যাচ খেলা নিয়ে বড় শঙ্কা

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ আগস্ট ০৫ ১০:২৫:৩২
আর্জেন্টিনার মাটিতে মেসির শেষ ম্যাচ খেলা নিয়ে বড় শঙ্কা

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসির খেলা মানেই যেন এক টুকরো আনন্দ ও আবেগের নাম। কিন্তু সাম্প্রতিক ইনজুরির কারণে আবারও দুরুদুরু করছে তার ভক্তদের বুক। লিগস কাপে নেকাক্সার বিপক্ষে ম্যাচের মাত্র ১২ মিনিটের মাথায় মাঠ ছাড়েন মেসি। প্রথমে আশঙ্কা ছিল, চোটটি গুরুতর। তবে ইন্টার মায়ামি জানিয়েছে—ডান পায়ের মাংসপেশিতে ‘হালকা ধরনের’ চোট ধরা পড়েছে তার। যদিও চিকিৎসকরা এখনই জানিয়ে দিতে পারছেন না, তিনি ঠিক কবে ফিরতে পারবেন মাঠে।

চোটের খবর সামনে আসতেই নতুন করে আলোচনায় উঠে এসেছে এক আবেগঘন প্রশ্ন—আর্জেন্টিনার মাটিতে জাতীয় দলের জার্সিতে মেসিকে কি তবে আর একবারও দেখা যাবে? কারণ সামনে দাঁড়িয়ে আছে বিশ্বকাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচ। ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে আগামী ৫ সেপ্টেম্বর বুয়েনস এইরেসে ভেনেজুয়েলার মুখোমুখি হবে আর্জেন্টিনা। অনেক ফুটবল বিশ্লেষক বলছেন, সেটিই হতে পারে মেসির ঘরের মাঠে জাতীয় দলের হয়ে শেষ প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচ।

৩৮ বছর বয়সী মেসিকে নিয়ে আগে থেকেই অনুমান—২০২৬ বিশ্বকাপ খেলে তিনি আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাতে পারেন। আর খেলার ক্যালেন্ডার বলছে, বুয়েনস এইরেসের ওই ম্যাচের পরআর আর্জেন্টিনায় তার জাতীয় দলের প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচের সম্ভাব্য তারিখ নেই। পরের ম্যাচটি ইকুয়েডরের বিপক্ষে, গুয়াইয়াকিলে। এরপর রয়েছে ২০২৫ সালের মার্চে স্পেনের বিপক্ষে ‘ফিনালিসিমা’, সম্ভাব্য ভেন্যু মেক্সিকো সিটি।

ইন্টার মায়ামি সামনে খেলবে লিগস কাপে পুমাস ও এমএলএসে অরল্যান্ডো সিটির বিপক্ষে। এরপর থাকবে প্রায় এক সপ্তাহের বিরতি। চিকিৎসকরা আশা করছেন, এই সময়ের মধ্যেই সুস্থ হয়ে উঠতে পারবেন মেসি। কিন্তু যদি পুনর্বাসন প্রক্রিয়া আরও দীর্ঘ হয়, তাহলে ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচে তার খেলা নিয়ে তৈরি হতে পারে বড় অনিশ্চয়তা।

ফলে ভক্তদের মনে এখন একটাই প্রার্থনা—চোট যেন দ্রুত সেরে ওঠে। কারণ দেশের মাটিতে প্রিয় জার্সিতে মেসিকে শেষবার দেখার সুযোগ হাতছাড়া করতে রাজি নন কেউই। এখন দেখার বিষয়, সময়ের বিরুদ্ধে লড়াইয়ে জিতে সেই স্বপ্নের মঞ্চে নামতে পারবেন কি না ‘আলবিসেলেস্তেদের’ জাদুকর।

মো: রাজিব আলী/

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ