ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

MD Zamirul Islam

Senior Reporter

ইউনিয়ন বার্লিনের জয়, স্টুটগার্টের হার দিয়ে বুন্দেসলিগা শুরু

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ আগস্ট ২৩ ২১:৩৪:৫৯
ইউনিয়ন বার্লিনের জয়, স্টুটগার্টের হার দিয়ে বুন্দেসলিগা শুরু

নিজস্ব প্রতিবেদক: বার্লিন, জার্মানি – জার্মান বুন্দেসলিগার নতুন মৌসুমের উত্তেজনাপূর্ণ ম্যাচে ভিএফবি স্টুটগার্টকে ২-১ গোলে হারিয়ে শুভ সূচনা করেছে ইউনিয়ন বার্লিন। দলের হয়ে দুটি গোলই করেন তরুণ ফরোয়ার্ড ইলিয়াস আনসাহ। স্টুটগার্টের হয়ে একমাত্র গোলটি করেন তিয়াগো তোমাস।

ম্যাচের শুরু থেকেই বল দখলে স্টুটগার্ট আধিপত্য বিস্তার করলেও গোল করার ক্ষেত্রে ইউনিয়ন বার্লিনই এগিয়ে ছিল। খেলার ১৮তম মিনিটে ইলিয়াস আনসাহ ইউনিয়ন বার্লিনকে প্রথম লিড এনে দেন। প্রথমার্ধের যোগ করা সময়ে (৪৫+৪') নিজের ও দলের হয়ে দ্বিতীয় গোল করে ব্যবধান দ্বিগুণ করেন তিনি।

দ্বিতীয়ার্ধে স্টুটগার্ট ম্যাচে ফেরার জন্য মরিয়া হয়ে চেষ্টা চালায়। পুরো ম্যাচে ৭৫% বল নিজেদের দখলে রেখে এবং ২১টি শট নিয়েও তারা গোলের দেখা পাচ্ছিল না। অবশেষে ৮৬তম মিনিটে পর্তুগিজ ফরোয়ার্ড তিয়াগো তোমাসের গোলে ব্যবধান কমায় স্টুটগার্ট। তবে বাকি সময়ে আর কোনো গোল না হওয়ায় ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ইউনিয়ন বার্লিন।

পরিসংখ্যানের দিক থেকে স্টুটগার্ট এগিয়ে থাকলেও ইউনিয়ন বার্লিনের রক্ষণভাগের দৃঢ়তা এবং সুযোগ কাজে লাগানোর দক্ষতাই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়। ইউনিয়ন বার্লিন মাত্র ২৫% বল দখলে রেখে ৮টি শটের মধ্যে ২টি লক্ষ্যে রাখে এবং দুটিই গোলে পরিণত করে। অন্যদিকে, স্টুটগার্টের ২১টি শটের মধ্যে ৬টি লক্ষ্যে থাকলেও তারা মাত্র একবারই জালের দেখা পায়।

এই জয়ের ফলে ইউনিয়ন বার্লিন ১ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে লীগ টেবিলের ৬ষ্ঠ স্থানে অবস্থান করছে, যা তাদের ইউরোপা কনফারেন্স লীগ কোয়ালিফায়ারের আওতায় রেখেছে। অন্যদিকে, ভিএফবি স্টুটগার্ট কোনো পয়েন্ট না পেয়ে টেবিলের ১৩তম স্থানে থেকে মৌসুম শুরু করলো।

জামিরুল ইসলাম/

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ