ঢাকা, সোমবার, ২৫ আগস্ট ২০২৫, ১০ ভাদ্র ১৪৩২

Alamin Islam

Senior Reporter

জিরোনাকে উড়িয়ে দিয়ে লা লিগার শীর্ষে ভিয়ারিয়াল

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ আগস্ট ২৫ ০৮:০৩:২১
জিরোনাকে উড়িয়ে দিয়ে লা লিগার শীর্ষে ভিয়ারিয়াল

নিজস্ব প্রতিবেদক: লা লিগায় নিজেদের দ্বিতীয় ম্যাচে জিরোনাকে ৫-০ গোলের বিশাল ব্যবধানে পরাজিত করে লীগ টেবিলের শীর্ষে উঠে এসেছে ভিলারিয়াল। দলের এই বড় জয়ে কানাডিয়ান উইঙ্গার তাজোন বুকানন হ্যাটট্রিক করেছেন। এছাড়া নিকোলাস পেপে এবং রাফা মারিন একটি করে গোল করেন। এই জয়ের ফলে ভিলারিয়াল দুটি ম্যাচ থেকে পূর্ণ ছয় পয়েন্ট অর্জন করে নিজেদের অবস্থান শক্তিশালী করলো।

প্রথমার্ধেই ম্যাচ নিজেদের দখলে নেয় ভিলারিয়াল

খেলার শুরু থেকেই ভিলারিয়াল একচ্ছত্র আধিপত্য বিস্তার করে। ম্যাচের মাত্র ৭ মিনিটের মাথায় আইভরি কোস্টের তারকা নিকোলাস পেপে প্রথম গোল করে দলকে এগিয়ে দেন। এরপর ম্যাচের ১৬ মিনিটে তাজোন বুকানন তার প্রথম গোলটি করেন। খেলার ২৫ মিনিটে ডিফেন্ডার রাফা মারিন গোল করলে ব্যবধান দাঁড়ায় ৩-০। এর ঠিক তিন মিনিট পরেই, ম্যাচের ২৮ মিনিটে, বুকানন তার দ্বিতীয় গোলটি করে ভিলারিয়ালকে প্রথমার্ধেই ৪-০ গোলের বিশাল লিড এনে দেন।

বুকাননের হ্যাটট্রিকে পূর্ণ হলো বড় জয়

দ্বিতীয়ার্ধেও ভিলারিয়ালের আক্রমণের ধারা অব্যাহত থাকে। ম্যাচের ৬৪ মিনিটে তাজোন বুকানন তার হ্যাটট্রিক পূরণ করলে দলের বড় জয় নিশ্চিত হয়। শেষ পর্যন্ত ৫-০ গোলের বড় জয় নিয়েই মাঠ ছাড়ে হলুদ সাবমেরিনরা। মোট ১৯টি শট নেয়, যার মধ্যে ৭টিই ছিল লক্ষ্যে। অন্যদিকে, জিরোনা মাত্র ৫টি শট নিতে সক্ষম হয়, যার মধ্যে মাত্র ২টি লক্ষ্যে ছিল। বল দখলের লড়াইয়েও ৫৩% নিয়ে এগিয়ে ছিল ভিলারিয়াল।

লীগ টেবিলে দুই দলের অবস্থান

এই জয়ের ফলে ভিলারিয়াল দুটি ম্যাচে দুটি জয় নিয়ে ৬ পয়েন্ট এবং ৭ গোলের ব্যবধানে লা লিগা টেবিলের প্রথম স্থানে অবস্থান করছে। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে থেকে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। অন্যদিকে, জিরোনা দুটি ম্যাচেই পরাজিত হয়ে কোনো পয়েন্ট ছাড়াই লীগ টেবিলের ২০তম স্থানে, অর্থাৎ অবনমন অঞ্চলে রয়েছে।

আল-আমিন ইসলাম/

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ