ঢাকা, রবিবার, ৩১ আগস্ট ২০২৫, ১৬ ভাদ্র ১৪৩২

বান্ধবীকে গুমের হুমকি, ফেঁসে গেলেন ব্রাজিলিয়ান তারকা ফুটবলার

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ আগস্ট ৩১ ১৩:০৩:১২
বান্ধবীকে গুমের হুমকি, ফেঁসে গেলেন ব্রাজিলিয়ান তারকা ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: ফুটবলের মাঠে একসময় দম খুদানো রক্ষণভিত্তিক খেলার জন্য খ্যাত ডেভিড লুইজ, এবার বিতর্কের কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন। ব্রাজিলিয়ান এই ডিফেন্ডারের বিরুদ্ধে অভিযোগ, তিনি এক নারীর প্রতি গুমের হুমকি দিয়েছেন।

৩৮ বছর বয়সী লুইজ এই মাসের শুরুতে সাইপ্রাসের ক্লাব পাফোস এফসি-তে যোগ দেন। এর আগে তিনি ব্রাজিলের ক্লাব ফোর্তালেজা-তে খেলেছেন। তবে খেলার চেয়ে বেশি আলোচনার বিষয় এখন তার ব্যক্তিগত জীবন।

হুমকির শিকার নারী ফ্রান্সিসকা ক্যারোলাইন বারবারোসা, একজন সমাজকর্মী, সেয়ারা প্রদেশের সেনাদর পম্পেউ শহরের বাসিন্দা। তিনি অভিযোগ করেছেন, ফোর্তালেজায় থাকাকালীন সময়ে লুইজের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। সম্পর্কের জটিলতায় লুইজ তাকে ইনস্টাগ্রামে ভয় দেখান।

বার্তায় লুইজ লিখেছিলেন:

“তুমি জানো আমার কাছে টাকা আর ক্ষমতা আছে। চালাকি করার চেষ্টা কোরো না। এটা দুঃখজনক হবে যদি তোমার ছেলেকে তোমার কাজের পরিণতি ভোগ করতে হয়। আমি চাইলে তোমাকে সহজেই গায়েব করতে পারি। আমার লোক আছে, যারা জানে তুমি কোথায় আছ। আর আমার কিছুই হবে না। তাই এগুলো মুছে দাও।”

হুমকির পর বারবারোসা আদালতের দ্বারস্থ হন। আদালত লুইজকে নির্দেশ দিয়েছে তার আশেপাশেও না যেতে এবং যদি দেখা করার চেষ্টা করেন, পুলিশকে তা জানাতে হবে।

এখন সকলের নজর দৃষ্টি আকর্ষণ করছে, পাফোস এফসি এই ঘটনার পর লুইজের বিরুদ্ধে কি পদক্ষেপ নেবে। ফুটবলপ্রেমীরা এই ঘটনা নিয়ে সরাসরি আলোচনা শুরু করেছেন।

জামিরুল ইসলাম/

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ