ঢাকা, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫, ২১ ভাদ্র ১৪৩২

MD Zamirul Islam

Senior Reporter

মেসিকে নিয়ে রোকুজ্জোর আবেগঘন পোস্ট: হৃদয় ছুঁয়ে গেল সবার

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ সেপ্টেম্বর ০৫ ১৯:৫১:৪৬
মেসিকে নিয়ে রোকুজ্জোর আবেগঘন পোস্ট: হৃদয় ছুঁয়ে গেল সবার

দেশের মাটিতে সম্ভবত শেষবারের মতো জাতীয় দলের জার্সিতে মাঠে নেমেছিলেন লিওনেল মেসি। ভেনেজুয়েলার বিপক্ষে ৩-০ গোলের দাপুটে জয়ে নিজে দুই গোল করলেও, মনুমেন্টাল স্টেডিয়ামে ম্যাচের প্রতিটি মুহূর্তে ছিল এক বিদায়ী আবহ। এমন এক আবেগঘন দিনে ম্যাচ শেষে মেসির স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জোর হৃদয়স্পর্শী পোস্ট ছুঁয়ে গেছে বিশ্বজুড়ে থাকা অগণিত ভক্তদের।৩৮ বছর বয়সী মেসির এটি ছিল ১৯৪তম আন্তর্জাতিক ম্যাচ, যেখানে তার নামের পাশে এখন ১১৪টি গোল।

বুয়েনস আয়ার্সের ৮০ হাজারেরও বেশি দর্শক এদিন হাজির হয়েছিলেন তাদের প্রিয় তারকাকে শেষবারের মতো ঘরের মাঠে দেখার জন্য। ম্যাচের আগে সন্তানদের হাত ধরে মাঠে প্রবেশ করেন মেসি। এরপর জাতীয় সংগীত চলার সময় তার চোখ ছলছল করে ওঠে। এই দৃশ্য দেখে গ্যালারিতে থাকা বহু দর্শকও নিজেদের আবেগ ধরে রাখতে পারেননি, তাদের চোখেও নেমে আসে অশ্রুধারা।

ম্যাচ শেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে মেসির স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জো এক আবেগঘন বার্তা দিয়েছেন। তিনি লিখেছেন, ‘আমি তোমার জন্য গর্বিত। প্রতিটি পদক্ষেপে, প্রতিটি অর্জনে, যা তুমি ভালোবাসা ও কঠোর পরিশ্রম দিয়ে গড়ে তুলেছ, আমরা তার সাক্ষী। তোমার এই পথচলায় তোমার সঙ্গে থাকতে পেরে আমরা সৌভাগ্যবান! আমরা তোমাকে ভালোবাসি মেসি।’

এদিকে, কাতার বিশ্বকাপের পর থেকেই আর্জেন্টাইন সমর্থকদের মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে – মেসি কি ২০২৬ বিশ্বকাপে খেলবেন? ম্যাচের শেষেও এই মহাতারকা কিছুটা ধোঁয়াশা রেখে দিয়েছেন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আগামী বিশ্বকাপে খেলা নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি।

আর্জেন্টিনার ক্রীড়া চ্যানেল টিওয়াইসি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে মেসি বলেন, ‘আগেও বলেছি, আমার মনে হয় না আরেকটা বিশ্বকাপে খেলব। আমার বয়সে এটা ভাবা স্বাভাবিক। দিনকে দিন নিজেকে ভালো রাখার চেষ্টা করি এবং নিজের প্রতি সৎ থাকি। তাই এখনই কিছু বলতে পারছি না।’

ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে তিনি আরও যোগ করেন, ‘যখন ভালো লাগছে, তখন উপভোগ করি। কিন্তু যখন শরীর ঠিকঠাক থাকে না, তখন সত্যি বলতে ভালো লাগে না, আর তখন থাকতেও ইচ্ছা করে না। এই মৌসুমটা শেষ করব, এরপর প্রি-সিজন, তারপর আগামী ছয় মাসে দেখা যাবে শরীর কেমন থাকে। আশা করি ভালোভাবে এমএলএস মৌসুম শেষ করতে পারব, ভালো একটা প্রি-সিজন কাটবে, তারপর সিদ্ধান্ত নেব।’

মেসির এই মন্তব্যে একদিকে যেমন তার প্রতি ভক্তদের ভালোবাসা আরও গভীর হয়েছে, তেমনি আগামী বিশ্বকাপের আগে তার শারীরিক অবস্থা এবং খেলার সিদ্ধান্ত নিয়ে জল্পনা-কল্পনাও বাড়িয়ে দিয়েছে।

আব্দুর রহিম/

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ