ঢাকা, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১

MD. Razib Ali

Senior Reporter

হারলে বাদ এমন সমীকরণ নিয়ে বেঙ্গালুরুর বিপক্ষে যে সময়ে মাঠে নামছে মুস্তাফিজের চেন্নাই

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৪ মে ১৬ ১২:৩৮:৪৪
হারলে বাদ এমন সমীকরণ নিয়ে বেঙ্গালুরুর বিপক্ষে যে সময়ে মাঠে নামছে মুস্তাফিজের চেন্নাই

জমে উঠেছে আইপিএলের এবারের আসর। জঠিল হয়ে গেছে প্লে-অফের সমীকরণ। বাঁচা মরার ম্যাচে নিজেদের শেষ ম্যাচে বেঙ্গালুরুর বিপক্ষে মাঠে নামবে চেন্নাই সুপার কিংস। এই ম্যাচে যে দল হারবে তার প্লে-অফের আশা শেষ হয়ে যাবে। তবে চেন্নাইয়ের আশা কিছুটা বেচে থাকবে। কিন্তু বেঙ্গালুরু হারলে বিদায় নিতে হবে কোহলিদের।

এমন সমীকরণ মাথায় নিয়ে আগমী ১৮ মে বাংলাদেশ সময় রাত ৮টায় মুখোমুখি হবে দুই দল। ১৩ ম্যাচে ৭ জয়ে ১৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে ৩ নম্বরে আছে চেন্নাই সুপার কিংস। অপর দিকে ১৩ ম্যাচে ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে ৬ নম্বরে আছে বেঙ্গালুরু। প্লে-অফে যেতে হলে জয়ের বিকল্প নেই দুই দলের।

এবারের আইপিএলে এখনো নিজেদের সেরা কম্বিনেশন ঠিক করতে পারেনি চেন্নাই সুপার কিংস। কেননা ইনজুরিতে অনেক তারকা ক্রিকেটারকে হারিয়েছে দলটি। আবারও অনেক বিদেশী ক্রিকেটাররা দেশে ফিরে গেছেন। দলের দুই সেরা পেসার মুস্তাফিজ ও পাথিরানা নিজ নিজ দেশে ফিরে গেছেন।

বেঙ্গালুরুর বিপক্ষে চেন্নাইয়ের সম্ভাব্য একাদশ:

রাচিন রাবিন্দ্রা, রুতুরাজ, ডারিল মিচেল, মঈন আলী, শিভম দুবে, জাদেজা, সামীর রিজভী, এমএস ধোনি, তুষার দেশ পান্ড্যে, সামীরজিত সিং,মাহিশ থিকশানা।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে