ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বিদেশ প্রত্যাশীদের জন্য সুখবর বাংলাদেশ থেকে অদক্ষ কর্মীও নেবে সৌদি

প্রবাসী ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৪ ফেব্রুয়ারি ০৭ ১৬:২১:০৬
বিদেশ প্রত্যাশীদের জন্য সুখবর বাংলাদেশ থেকে অদক্ষ কর্মীও নেবে সৌদি

দক্ষ শ্রমিকের পাশাপাশি বাংলাদেশ থেকে অদক্ষ শ্রমিকও নেবে সৌদি আরব সরকার। বুধবার (৭ ফেব্রুয়ারি) সকালে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এ তথ্য জানান।

এর আগে তিনি প্রবাসী কল্যাণ ভবনে ঢাকার দুই পবিত্র মসজিদের কাস্টডিয়ান রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল-দুহাইলানের সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে দেখা করেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী মো.

তিনি বলেন, এই সময়ে সৌদি সরকার বাংলাদেশ থেকে দক্ষ ও অদক্ষ কর্মী পাবে। ইতোমধ্যে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। প্রথমবারের মতো বাংলাদেশ থেকে নার্স ও মেডিকেল টেকনিশিয়ান নিয়োগ করছে দেশটি।

আর সৌদি রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান বলেন, প্রথম দফায় ৬০ জন নার্স ও মেডিকেল টেকনিশিয়ান নেওয়া হবে। এ ছাড়া বাংলাদেশ থেকে বড় আকারে দক্ষ কর্মী নেয়ার সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব। এজন্য ঢাকায় কারিগরি কেন্দ্র প্রতিষ্ঠা করা হয়েছে। বর্তমানে প্রতিদিন গড়ে ৫ হাজার বাংলাদেশি কর্মীকে সৌদি ভিসা দেওয়া হচ্ছে। গত বছর প্রায় ১১ লাখ বাংলাদেশি দেশটিতে কাজ করার জন্য ভিসা পেয়েছেন।

শিগগিরই এ বছরের বাংলাদেশি হজ যাত্রীদের ভিসা দেওয়ার প্রক্রিয়া শুরু হবে বলেও জানিয়েছেন সৌদি রাষ্ট্রদূত।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে