বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারি ৫ বোলার তালিকা প্রকাশ, শীর্ষে আছেন এক বাংলাদেশী
আর মাত্র কয়েক সপ্তাহ পর শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর। দিন হিসেবে গুনলে আর মাত্র ১৬ দিন পর মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর। আগমী ১ জুন শুরু হবে এবারের আসর শেষ হবে ২৯ শে জুন। আসন্ন আসরে ২০টি দল আংশ গ্রহন করবে। ৪ গ্রপে ভাগ হবে একর অপর বিপক্ষে লড়বে দল গুলো।
এবার বিশ্বকাপের আয়োজক দেশ হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে। এই দুই দেশের ৯ ভেন্যুতে অনুষ্ঠিত হবে এবারের বিশ্বকাপ আসর। যেখানে সবমিলিয়ে ৫৫ ম্যাচ অনুষ্ঠিত হবে। যত এগিয়ে আসছে বিশ্বকাপ ততই আলোচনা ও উত্তেজনা ছড়িয়ে পড়ছে সবার মাঝে। শুরু হয়ে গেছে কে জিতবে এবার বিশ্বকাপ। কোন চার দল উঠবে সেমিফাইনালে। কোন দুই দল খেলবে ফাইনাল। আরও কত আলোচনা।
এখন পর্যন্ত টি-২০ বিশ্বকাপের ৮টি আসর মাঠে গড়িয়েছে। এবারের আসরটি নবম হতে যাচ্ছে। আগের আসরগুলোতে বল হাতে দাপট দেখিয়েছেন অনেকেই। তবে সেরা পাঁচে জায়গা পেয়েছেন শহীদ আফ্রিদি, লাসিথ মালিঙ্গা, সাঈদ আজমলের মতো ক্রিকেটাররা।
তবে মজার ব্যাপার হলো-এই তালিকায় সবার উপরে অর্থাৎ শীর্ষে আছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আর তালিকার পাঁচ নম্বরে আছেন লঙ্কানদের রহস্য স্পিনার অজন্তা মেন্ডিস।
চলুন একনজরে দেখে নেয়া যাক শীর্ষ ৫ বোলারদের-
আন্তর্জাতিক টি-২০ বিশ্বকাপের সবগুলো আসরে অংশ নেয়া ক্রিকেটারদের মধ্যে অন্যতম সাকিব আল হাসান। ২০০৭ সাল থেকে বিশ্বকাপের সর্বশেষ ৮ আসরেই পারফর্ম করেছেন তিনি। এবারের বিশ্বকাপেও দেশের হয়ে প্রতিনিধিত্ব করবেন তিনি। এ যাত্রায় তার সঙ্গী শুধু ভারতের অধিনায়ক রোহিত শর্মা। তিনিও টি-২০ বিশ্বকাপের সব আসরে খেলেছেন।
শুধু অংশ নেয়াতেই নয়, বল হাতেও রাজত্ব করছেন সাকিব আল হাসান। বিশ্বকাপের সবশেষ ৮ আসরের ৩৬ ম্যাচ খেলেছেন সাকিব। যেখানে ৩৫ ইনিংসে ৪৭ উইকেট শিকার করেছেন তিনি। তার সেরা বোলিং ফিগার ৯ রানে ৪ উইকেট। এছাড়া ক্যারিয়ারে মোট তিনবার চারটি করে উইকেট নিয়েছেন।
বলা যায়, বেশ এগিয়ে থেকেই এ তালিকায় শীর্ষে আসেন বাংলাদেশের পোস্টার বয় সাকিব আল হাসান। বিশ্বকাপে আর তিন ব্যাটারকে সাজঘরের পথ দেখাতে পারলেই উইকেটের হাফ সেঞ্চুরি হবে তার।
শহীদ আফ্রিদি
টি-২০ বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় দুইয়ে আছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি। ২০০৭ থেকে ২০১৬ পর্যন্ত টি-২০ বিশ্বকাপে ৩৪টি ম্যাচ খেলেছেন তিনি। যেখানে ৬.৭১ গড়ে ৩৯ উইকেট শিকার করেছেন। তার সেরা বোলিং ফিগার ১১ রান খরচায় ৪ উইকেট। ক্যারিয়ারে তিনি দুইবার চারটি উইকেট শিকার করেছেন।
লাসিথ মালিঙ্গা
শ্রীলংকান কিংবদন্তি লাসিথ মালিঙ্গা। বল হাতে প্রতিপক্ষ ব্যাটারদের মনে রীতিমতো কাঁপন ধরাতেন তিনি। একই ধারাবাহিকতা বজায় রেখে টি-২০ বিশ্বকাপেও সাফল্য পেয়েছেন এই গতি তারকা।
জাতীয় দল থেকে অবসর নেয়ার আগে ৩১ টি-২০ ম্যাচে ৩৮ উইকেট শিকার করেছেন মালিঙ্গা। তার ক্যারিয়ার সেরা বোলিং ৩১ রানে পাঁচ উইকেট। এই কীর্তি তিনি একবারই গড়েছেন।
সাঈদ আজমল
পাকিস্তানের রহস্য স্পিনার সাঈদ আজমল। বল হাতে অসংখ্যবার প্রতিপক্ষ ব্যাটারদের বোকা বানিয়েছেন। পেয়েছেন সাফল্যও। জাতীয় দলের জার্সিতে টি-২০ বিশ্বকাপে বল হাতে ঘূর্ণির ছড়ি চালিয়ে ৩৬ উইকেট পেয়েছেন। এজন্য তার খেলতে হয়েছে ২৩ ম্যাচ। ক্যারিয়ারে তিনিও সাকিবের সমান তিনবার চারটি করে উইকেট নিয়েছেন।
অজন্তা মেন্ডিস
আন্তর্জাতিক টি-২০ বিশ্বকাপে মাত্র ২১ ম্যাচ খেলেছেন অজন্তা মেন্ডিস। তাতেই সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় জায়গা পেয়েছেন তিনি। ক্যারিয়ারে একবারে করে ছয় উইকেট ও একবার ৪ উইকেট ঝুলিতে ভরেছেন এই রহস্য স্পিনার।
মেন্ডিস ক্যারিয়ারে সবমিলিয়ে ৩৫ উইকেট পেয়েছেন তিনি। তার সমান উইকেট পেয়েছেন পাকিস্তানের আরেক পেসার উমর গুলও। কিন্তু তিন ম্যাচ বেশি ও বোলিং গড়ের (৭.৩০) কারণে তালিকায় ছয়ে আছেন তিনি।
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- টি-টোয়েন্টি, ওয়ানডে ও টেস্ট ফরমেটের জন্য নতুন দুই অধিনায়কের নাম ঘোষণা
- ব্রেকিং নিউজ: চমক দিয়ে বাংলাদেশের নতুন ওয়ানডে অধিনায়কের নাম ঘোষণা
- ব্রেকিং নিউজ: বিসিবির নতুন চমক, অধিনায়ক হয়ে ফিরছেন তামিম
- সৌদি রিয়াল রেটের বিশাল লাফ, দেখেনিন আজকের রেট কত
- আজ ২৮/১০/২০২৪ তারিখ, দেখেনিন আজকের ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনা ও রুপার দাম
- আজ ২৬/১০/২০২৪ তারিখ, দেখেনিন আজকের ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনা ও রুপার দাম
- বাড়ছে সৌদি রিয়াল রেট, দেখেনিন আজকের রেট কত
- ওয়ানডে ফরমেটে অধিনায়ক শান্ত, টেস্ট ও টি-টোয়েন্টির জন্য বাংলাদেশের নতুন অধিনায়কের নাম ঘোষণা
- তাসকিন, লিটন বা মিরাজ নয়, চমক দিয়ে বাংলাদেশের নতুন অধিনায়কের নাম ঘোষণা
- দুজনকে বাদ দিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্ট ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করলো বিসিবি
- ব্রেকিং নিউজ: অবশেষে জাতীয় দলে ফিরছেন বাংলাদেশের অবহেলিত ও অপমানিত হওয়া হার্ড হিটার ব্যাটার
- তাসকিন বা লিটন নয় টেস্ট ও টি-টোয়েন্টির ফরমেটের জন্য বাংলাদেশের নতুন অধিনায়কের নাম ঘোষণা
- কলকাতা নাইট রাইডার্সের বড় চমক, বাংলাদেশের তারকা অলরাউন্ডারকে দলে ভেড়ালো শাহরুখের দল!
- শেষ হলো বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যকার দ্বিতীয় টেস্ট ম্যাচের প্রথম দিনের খেলা
- এবার মুখ খুললেন সাকিব, ফাঁস করলেন সব গোপন তথ্য