ঢাকা, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪, ৭ কার্তিক ১৪৩১

ব্যাট ও বল হাতে চমক দেখালেন তাসকিন, দেখেনিন আজকে কত রান ও উইকেট পেলেন

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৪ জুলাই ১০ ১৯:২১:৩০
ব্যাট ও বল হাতে চমক দেখালেন তাসকিন, দেখেনিন আজকে কত রান ও উইকেট পেলেন

আজ লঙ্কা প্রিমিয়ার লিগে দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয় কলম্বো স্ট্রাইকার্স ও জাফনা কিংস। টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় জাফনা কিংস। টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারীত ২০ ওভারে ৮ উইকেট ১৮৮ রান স্কোর বোর্ডে জমা করে কলম্বো স্ট্রাইকার্স। জবাবে ব্যাট করতে নেমে ১০ বল হাতে রেখে ৩ উইকেটে ১৯০ রান করে জয় নিশ্চিত করে জাফনা কিংস। ফলে ৭ উইকেটের বিশাল জয় পায় জাফনা কিংস।

টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা দারুন করে কলম্বো স্ট্রাইকার্সের দুই ওপেনার গুরবাজ ও অ্যাঞ্জোলো পেরেরা। ১১ বলে ২৭ রান করেন গুরবাজ। ৩০ বলে ৩৪ রান করে রিটায়ার্ট আউট হন অ্যাঞ্জোলো পেরেরা। ৩২ বলে ৫৮ রান করেন গ্লেন ফিলিপস। শেষের দিকে ১০ বলে ১৫ রান করেন তাসকিন। এর পর আর বলার মত তেমন কেউ রান করতে পারেননি। টস হেরে ব্যাট করে ১৮৮ রান করে কলম্বো স্ট্রাইকার্স।

১৮৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই দুই উইকেট হারালেও রাইলি রুশোর সেঞ্চুরিতে জয়ের বন্দরে পৌছে যায় জাফনা কিংস। ৫০ বলে ১০৮ রান করে অপরাজিত থাকেন তিনি। ৩৫ বলে ৫৮ রান করেন আভিষকা ফার্নান্দো। বল হাতে ৩ ওভারে ৩৮ রান দিয়ে ১ উইকেট নেন তাসকিন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে