ঢাকা, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১

কাশ্মিরে সেনাবাহিনীর নির্যাতন, অভিযোগ করায় রাষ্ট্রদ্রোহের মামলা

বিশ্ব ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ আগস্ট ২০ ১৭:৪০:৫৩
কাশ্মিরে সেনাবাহিনীর নির্যাতন, অভিযোগ করায় রাষ্ট্রদ্রোহের মামলা

জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের (জেএনইউ) সাবেক ছাত্রনেত্রী শেহলা টুইটারে লিখেন যে, কাশ্মিরের সাধারণ মানুষের বাড়িতে বাড়িতে হানা দিচ্ছে ভারতীয় সেনাবাহিনী, বাড়িতে ঢুকে সবকিছু তছনছ করছে, খাবারদাবার নষ্ট করছে ও নির্বিচারে ছেলেদের তুলে নিয়ে যাচ্ছে।

এছাড়া শোপিয়ান অঞ্চলে সেনাবাহিনীর সদস্যরা চারজনকে তুলে নিয়ে গিয়ে অত্যাচার করেছে এবং তাদের আর্তনাদ মাইকে বাজিয়ে এলাকাবাসীকে শুনিয়ে ত্রাসের সঞ্চার করেছে বলেও অভিযোগ করেন তিনি।

শেহলার এই অভিযোগের পর সুপ্রিম কোর্টের আইনজীবী অলোক শ্রীবাস্তব তার বিরুদ্ধে দেশদ্রোহের মামলাটি দায়ের করেন। একইসাথে শেহলাকে দ্রুত গ্রেপ্তার করার আরজিও জানিয়েছেন তিনি।

মামলা হওয়ার পর শেহলা বলেন, আমি গ্রেপ্তার হলেও কাশ্মির সমস্যা থেকে যেনো কারও চোখ না সরে। আমার এই টুইটগুলো পৃথিবীর সামনে আরও বেশি করে তুলে ধরুন।

এদিকে ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে শেহলার অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দেওয়া হয়েছে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে