ঢাকা, শনিবার, ২৬ জুলাই ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ: সর্বোচ্চ রান সংগ্রাহক ও সর্বোচ্চ উইকেট শিকারী সেরা ৫ আছেন যারা

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ আগস্ট ১০ ১৮:৫৪:৩৮
বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ: সর্বোচ্চ রান সংগ্রাহক ও সর্বোচ্চ উইকেট শিকারী সেরা ৫ আছেন যারা

পুরো সিরিজ ছিল লো স্কোরিং। পাঁচ ম্যাচ মিলিয়ে শতরানের বেশি করেছেন মাত্র তিনজন ব্যাটসম্যান। ১৫৪ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন অস্ট্রেলিয়ার ডানহাতি ব্যাটসম্যান মিচেল মার্শ। সিরিজের একমাত্র অর্ধশতকও এসেছে তার ব্যাট থেকে। এছাড়া শতরানের বেশি করেছেন বাংলাদেশের আফিফ হোসেন ধ্রুব এবং সাকিব আল হাসান।

বল হাতে ৮ উইকেট শিকার করে সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছেন অস্ট্রেলিয়ার পেসার জশ হ্যাজলউড ও বাংলাদেশের স্পিনার নাসুম আহমেদ। নাসুম সিরিজের সব ম্যাচ খেললেও হ্যাজলউড শেষ ম্যাচে বিশ্রামে ছিলেন।

এক নজরে সর্বোচ্চ ৫ রান সংগ্রাহক

১। মিচেল মার্শ (অস্ট্রেলিয়া) : ৫ ইনিংসে ৩১.২০ গড়ে ১৫৬ রান।২। সাকিব আল হাসান (বাংলাদেশ): ৫ ইনিংসে ২২.৮০ গড়ে ১১৪ রান।৩। আফিফ হোসেন ধ্রুব (বাংলাদেশ): ৫ ইনিংসে ২৭.২৫ গড়ে ১০৯ রান।৪। মাহমুদউল্লাহ রিয়াদ (বাংলাদেশ): ৫ ইনিংসে ১৮.২০ গড়ে ৯১ রান।৫। মোহাম্মদ নাঈম (বাংলাদেশ): ৫ ইনিংসে ১৮.২০ গড়ে ৯১ রান।

এক নজরে সর্বোচ্চ ৫ উইকেট শিকারী

১। জশ হ্যাজলউড (অস্ট্রেলিয়া): ৪ ম্যাচে ১০.৬২ গড়ে ৮ উইকেট।২। নাসুম আহমেদ (বাংলাদেশ): ৫ ম্যাচে ১১.৫০ গড়ে ৮ উইকেট।৩। মুস্তাফিজুর রহমান (বাংলাদেশ): ৫ ম্যাচে ৮.৫৭ গড়ে ৭ উইকেট।৪। শরিফুল ইসলাম (বাংলাদেশ): ৪ ম্যাচে ১১.৮৫ গড়ে ৭ উইকেট।৫। সাকিব আল হাসান (বাংলাদেশ): ৫ ম্যাচে ১৮,১৪ গড়ে ৭ উইকেট।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ