ঢাকা, রবিবার, ২৯ জুন ২০২৫, ১৬ আষাঢ় ১৪৩২

নিজ দলের ফুটবলারকে ঘুষি মেরে লাল কার্ড পেলেন ব্রাজিলের ডিফেন্ডার

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ আগস্ট ১৭ ২২:০৬:৪৭
নিজ দলের ফুটবলারকে ঘুষি মেরে লাল কার্ড পেলেন ব্রাজিলের ডিফেন্ডার

সোমবার রাতে গিরেসুনস্পোরের বিপক্ষে ম্যাচে এ কাণ্ড ঘটিয়েছেন গ্যালাতাসারাইয়ের হয়ে খেলতে নামা মার্কাও। ম্যাচের ৬১ মিনিটের সময় কেরেমকে ঘুষি মারার পাশাপাশি মাথা দিয়ে ঢুসও মেরেছেন এ ব্রাজিলিয়ান ডিফেন্ডার। পরে দলের অন্য খেলোয়াড়রা তাকে দূরে সরিয়ে নেয়।

ভিডিও অ্সিসট্যান্ট রেফারির (ভিএআর) সাহায্য নিয়ে এ ঘটনায় মার্কাওকে লাল কার্ড দেখিয়েছেন মাঠের রেফারি। ম্যাচটি অবশ্য ২-০ ব্যবধানে জিতে নিয়েছে গ্যালাতাসারাই।

তবে শুধু লাল কার্ডের শাস্তিতেই পার পেয়ে যাবেন না মার্কাও। তুর্কি লিগের নিয়মানুযায়ী এটিকে শারীরিক লাঞ্ছনা হিসেবে গণ্য করা হবে এবং ন্যূনতম ৫ থেকে সর্বোচ্চ ১০ ম্যাচের নিষেধাজ্ঞা পেতে পারেন তিনি।

ম্যাচ শেষে দলের কোচ ফাতিহ তেরিম বলেছেন, ‘পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় যথাযথ পদক্ষেপ নেবে ক্লাব। নিজের ব্যবহারের জন্য কেরেম ও অন্য খেলোয়াড়দের কাছে ক্ষমা চাইবেন মার্কাও।'

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ