ঢাকা, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

বায়োবাবল ছাড়লেন মুস্তাফিজ, খেলবেন না সাকিব, বিশ্রামে স্পিনার নাসুম, শঙ্কায় সাইফউদ্দিন

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ সেপ্টেম্বর ০৯ ১৯:৫৭:১৬
বায়োবাবল ছাড়লেন মুস্তাফিজ, খেলবেন না সাকিব, বিশ্রামে স্পিনার নাসুম, শঙ্কায় সাইফউদ্দিন

অস্ট্রেলিয়া সিরিজ থেকে টানা বায়োবাবলে রয়েছেন মুস্তাফিজুর রহমান। অজিদের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের পর নিউজিল্যান্ডের বিপক্ষেও সিরিজ নিশ্চিত না হওয়া পর্যন্ত নিয়মিত খেলেছেন দলের বাঁহাতি এ পেসার। তবে শেষ ম্যাচে বিশ্রাম দেওয়া হচ্ছে তাঁকে। মুস্তাফিজের না খেলার বিষয়টি বিডিক্রিকটাইমকে নিশ্চিত করেছে দলীয় সূত্র। শেষ ম্যাচে বিশ্রামে থাকার ফলে ইতোমধ্যে টিম হোটেল ছেড়েছেন মুস্তাফিজ বলেও জানিয়েছে সূত্রটি।

শুধু মুস্তাফিজই নয় শেষ ম্যাচে বিশ্রামে থাকতে পারেন স্পিনার নাসুম আহমেদও। এছাড়াও শঙ্কা আছে অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনকে নিয়ে। গত ম্যাচে আঙুলে ব্যথা পেয়েছিলেন তিনি। যে কারণে বিশ্বকাপের আগে তাঁকে নিয়ে ঝুঁকি নিতে চাইবে না টিম ম্যানেজমেন্ট। সাইফউদ্দিন বাদেও চতুর্থ টি-টোয়েন্টিতে চোট পেয়েছেন সাকিব আল হাসান।

পুরনো চোটের স্থানেই আবারো ব্যথা পেয়েছেন এ শীর্ষ অলরাউন্ডার। যে কারণে বিশ্রাম দেওয়া হয়েছে সাকিব আল হাসানকে। মুস্তাফিজ বিশ্রামে থাকলে একাদশে ঢুকতে পারেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। চলমান সিরিজে এখনো একাদশে নামা হয়নি এ তরুণ পেসারের।

উল্লেখ্য, অস্ট্রেলিয়া সিরিজের মতো বল হাতে দারুণ ফর্মে রয়েছেন মুস্তাফিজ। চার ম্যাচে ৬.১৩ ইকোনমিতে ৮টি উইকেট লাভ করেছেন তিনি। এজাজ প্যাটেলের সম-পরিমান উইকেট নিয়ে উইকেট শিকারির তালিকায় দ্বিতীয়তে রয়েছেন মুস্তাফিজুর রহমান। তৃতীয় সর্বোচ্চ উইকেট, নাসুম আহমেদের। চার ম্যাচে নিয়েছেন ৭টি উইকেট।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ