ঢাকা, বুধবার, ২ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

বিশ্বকাপ শিরোপায় চোখ রেখেই খেলতে যাচ্ছে বাংলাদেশ: সাকিব

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ সেপ্টেম্বর ১২ ১০:৪৩:০৬
বিশ্বকাপ শিরোপায় চোখ রেখেই খেলতে যাচ্ছে বাংলাদেশ: সাকিব

বৈশ্বিক আসরে বাংলাদেশ সেমিফাইনালে যেতে পেরেছিল একবারই, ২০১৭ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে। বিশ্বকাপে বাংলাদেশের সর্বোচ্চ পর্যায় কোয়ার্টার ফাইনাল। এবার অবশ্য দল সর্বোচ্চ অবস্থানে, অর্থাৎ বিশ্বকাপ শিরোপায় চোখ রেখেই খেলতে যাচ্ছে, জানালেন সাকিব।

তিনি বলেন, ‘কোন পর্যায়ে যাওয়া উচিৎ এটা আসলে বলা মুশকিল। আমাদের চেষ্টা তো থাকবে সর্বোচ্চ অবস্থানে যাওয়ার। সেটার জন্য ধাপে ধাপে এগোতে হবে, ম্যাচ বাই ম্যাচ চিন্তা করতে হবে। আমরা যদি প্রথমে ভালো করতে পারি সেটা আমাদের পরের ম্যাচগুলোতে ভালো করার জন্য আত্মবিশ্বাস দিবে। প্রথম রাউন্ড ভালোভাবে শেষ করতে পারলে মূল পর্বে আমাদের সেরা পারফরম্যান্সের চেষ্টা করব।’

টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে পিছিয়ে ছিল বলে এবারও বাংলাদেশকে সুপার টুয়েলভের যোগ্যতা অর্জন করতে হবে প্রথম পর্ব খেলে। তবে এই ফরম্যাটে কোনো দলকেই নেই হেলাফেলার সুযোগ। বাংলাদেশও তাই যতদূর সম্ভব এগিয়ে যেতে চায়।

সাকিব বলেন, ‘যেহেতু টি-টোয়েন্টি ফরম্যাট, সব দলেরই সুযোগ থাকে। এটা মোমেন্টামের খেলা। তাই মোমেন্টাম প্রথমেই নিতে পারলে আমাদের জন্য অবশ্যই ভালো সুযোগ আছে। আমাদের দল যথেষ্ট ভালো যারা দেশের জন্য অনেক ভালো কিছু করতে পারে।’

‘আমার কাছে তো মনে হয় ভালো সুযোগ আছে। আমাদের প্রস্তুতি খুবই ভালো হয়েছে। এর বড় কারণ হচ্ছে গত তিনটা সিরিজ আমরা জিততে পেরেছি।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ