ঢাকা, বুধবার, ২ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

সকল ব্যাটসম্যানের ক্যারিয়ার শেষ হয়ে যাবে: সাকিব

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ সেপ্টেম্বর ১২ ১১:০৪:২১
সকল ব্যাটসম্যানের ক্যারিয়ার শেষ হয়ে যাবে: সাকিব

বিশেষ করে ঘরের মাঠে মন্থর উইকেটের সুবিধা নিয়ে অস্ট্রেলিয়ার ও নিউজিল্যান্ডকে টি-টোয়েন্টি সিরিজ হারায় বাংলাদেশ।

দুই সিরিজে ১০ ম্যাচে অধিনায়ক মাহমুদউল্লাহ’রই একটি মাত্র হাফ সেঞ্চুরি রয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ব্যাটসম্যানদের এমন বাজে ফর্ম নিয়েও সমালোচনা হচ্ছে। তবে সাকিব-আল-হাসান মনে করছেন এমন উইকেটে কোনো ব্যাটসম্যানই রান করতে পারবে না। এমনকি মিরপুরের এমন মন্থর উইকেটে কোনও ব্যাটসটসম্যান ১০-১৫টি ম্যাচ খেললে তার ক্যারিয়ারই শেষ হয়ে যাবে।

গতকাল ঢাকার একটি হোটেলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাকিব আল হাসান বলেন, ‘এই ৯-১০টা ম্যাচ যারা খেলেছে সবাই অফ ফর্মে আছে। উইকেটটাই এমন। এখানে কেউ খুব একটা ভালো করেনি যে বলতে পারবেন ও ভালো করেনি”।

“ব্যাটসম্যানদের ক্ষেত্রে এই পারফরম্যান্স খুব একটা গণ্য না করাই ভালো। এরকম উইকেটে কোনো ব্যাটসম্যান ১০-১৫টা ম্যাচ খেললে তার ক্যারিয়ার শেষ হয়ে যাবে। যারা দলে আছে সবাই দেশকে জেতানোর সামর্থ্য রাখে। যার যার জায়গা থেকে সবাই শতভাগ চেষ্টা করছে।”

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ