ঢাকা, বুধবার, ২ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

বিশ্বকাপে সুযোগ পেয়েই অবসরের ঘোষণা দিলেন তারকা ক্রিকেটার টেন ডেসকাট

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ সেপ্টেম্বর ১২ ১৪:০০:০৮
বিশ্বকাপে সুযোগ পেয়েই অবসরের ঘোষণা দিলেন তারকা ক্রিকেটার টেন ডেসকাট

নেদারল্যান্ডসের হয়ে এখন পর্যন্ত ৩৩টি একদিনের ম্যাচ খেলেছেন ডেসকাট। যেখানে ৬৭ গড়ে তার সংগ্রহ ১ হাজার ৫৪১ রান। ৫ সেঞ্চুরির পাশাপাশি আছে ৯ ফিফটি। সব থেকে বড় কথা, ওয়ানডেতে হাজার রান করা ব্যাটসম্যানদের মধ্যে এত বেশি গড় আর কারও নেই। বল হাতেও কম যাননি ৪১ বছর বয়সী এই ক্রিকেটার। নিয়েছেন ৫৫ উইকেট।

টি-টোয়েন্টিতেও দুর্দান্ত ডেসকাট। ২২টি কুড়ি ওভারের ম্যাচে তিন ফিফটিতে করেছেন ৫৩৩ রান। গড় ৪৪.২২, স্ট্রাইকরেট ১৩৩.২৫। ৭ ইকোনমিতে বল হাতে শিকার করেছেন ১৩ উইকেট। ২৩ রানের বিনিময়ে ৩ উইকেট তার সেরা বোলিং ফিগার।

২০১১ বিশ্বকাপে সবচেয়ে বেশি নজর কাড়েন ডেসকাট। বাংলাদেশ, ভারত এবং শ্রীলঙ্কায় আয়োজিত সেবারের বিশ্বমঞ্চে হাঁকিয়েছিলেন দুই সেঞ্চুরি ও এক ফিফটি। তাতেই ‘ছোট দলের বড় তারকা’ হিসেবে পরিচিতি পেয়ে যান। ২০১৯ সালে বিশ্বকাপ বাছাইপর্বে নেদারল্যান্ডসকে চ্যাম্পিয়ন করার পথে দলের দ্বিতীয় সর্বোচ্চ স্কোরার ছিলেন দক্ষিণ আফ্রিকায় জন্ম নেওয়া এই ক্রিকেটার।

কাউন্টির দল এসেক্সের হয়ে করেছেন ঈর্ষণীয় পারফরম্যান্স। ১৭ হাজারের বেশি রানের পাশাপাশি নিয়েছেন ৩৪৮ উইকেট। ২০৩টি প্রথম শ্রেণির ম্যাচে ২৯ সেঞ্চুরিতে ১১ হাজারের ওপর রান এবং ২১৪ উইকেট নিয়েছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্সের সাবেক এই তারকা ক্রিকেটার।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ