ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

হঠাৎ করেই প্রধানমন্ত্রীর সঙ্গে সাকিব-পাপনের সৌজন্য সাক্ষাৎ

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ সেপ্টেম্বর ১২ ২০:১০:৫২
হঠাৎ করেই প্রধানমন্ত্রীর সঙ্গে সাকিব-পাপনের সৌজন্য সাক্ষাৎ

রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ছবি শেয়ার করে সাকিব লিখেছেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনকে সঙ্গে নিয়ে শেখ হাসানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।

সাকিব লিখেছেন, ‘আজ সন্ধ্যায় বিসিবি সভাপতি পাপন ভাইকে নিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে পারাটা ছিল সম্মানজনক।’

আইপিএল খেলতে আজ রাত ১টা ৪০ মিনিটে সংযুক্ত আরব আমিরাতে উদ্দেশে যাত্রা করবেন সাকিব। যাত্রায় তার সঙ্গী হবেন পেসার মুস্তাফিজুর রহমান। বিশ্বকাপের আগে তারা দেশে ফিরবেন না। আইপিএল শেষে ওমানে দলের সঙ্গে যোগ দেবেন। সাকিব এবার আইপিএলে খেলছেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে। মুস্তাফিজুর রহমান রাজস্থান রয়্যালসের হয়ে খেলবেন।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ