ঢাকা, বুধবার, ২ জুলাই ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২

মুস্তাফিজ ভাইয়ের কথায় ভালো মোটিভেশন পাই : শরিফুল

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ সেপ্টেম্বর ১৩ ১১:১৭:১৫
মুস্তাফিজ ভাইয়ের কথায় ভালো মোটিভেশন পাই : শরিফুল

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ ও ঢাকা প্রিমিয়ার লিগ একসাথে খেলায় মুস্তাফিজ-শরিফুল পেস জুটির বোঝাপড়া বেশ ভালো। জাতীয় দলেও মুস্তাফিজের সান্নিধ্যে ভালো করছেন শরিফুল। জানালেন, স্বল্পভাষী মুস্তাফিজের পরামর্শ কীভাবে ‘মোটিভেশন’ বা প্রেরণা দেয় তাকে।

বিডিক্রিকটাইমকে শরিফুল বলেন, ‘মুস্তাফিজ ভাই সবসময় বলত- তোমার লক্ষ্য কী, স্বপ্ন কী। ঐ প্রক্রিয়ায় এগোতে হবে। এভাবে যখন ভাবি- কেন ক্রিকেট খেলছি, কী করলে আরও উন্নতি হবে। এটা ভাবার পর ভালো মোটিভেশন আসে।’

বিশ্বকাপে একসাথে খেলার সুযোগ পেলে মুস্তাফিজের মত দলে অবদান রাখতে চান এই তরুণ পেসার। তিনি বলেন, ‘ইনশাআল্লাহ্‌ সেটা ভালো হবে। ভালো করার চেষ্টা করবো। উনার সাথে ডিপিএল, বঙ্গবন্ধু কাপ, জাতীয় দলে যতবার একসাথে খেলেছি আলহামদুলিল্লাহ সবগুলো ভালো হয়েছে। বিশ্বকাপেও সুযোগ পেলে ভালো করার চেষ্টা করব। কাটার শেখার চেষ্টা করছি। দেখা যাক কী হয়।’

শুধু মুস্তাফিজই নন। যুব বিশ্বকাপজয়ী দল থেকে প্রথম ক্রিকেটার হিসেবে জাতীয় দলে সুযোগ পাওয়া শরিফুল পরামর্শ পান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন থেকে শুরু করে সুপারস্টার সাকিব আল হাসানেরও। তিনি জানান, ‘পাপন স্যার বলেন- ভালো হচ্ছে, ভালো করে যাও। সাকিব ভাই সবসময় খুব ইতিবাচক কথা বলে। যেটা করলে ভালো হয় সেটা বলে। সবাই একই কথা বলেছেন- নিজের যত্ন নিতে হবে, ভালো করে খেলতে হবে।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ