ঢাকা, শনিবার, ৫ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২

হয় মরব, না হয় মারব : সাইফউদ্দিন

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ সেপ্টেম্বর ১৫ ১৬:২৯:০৭
হয় মরব, না হয় মারব : সাইফউদ্দিন

২০১৭ সালে দক্ষিণ আফ্রিকা সফরে স্বাগতিক ব্যাটসম্যান মিলারের কাছে বেধড়ক মার খেয়েছিলেন সাইফউদ্দিন। এই পেসারের এক ওভারে পাঁচটি ছক্কা হাঁকিয়েছিলেন মিলার। এবার মিলারকে সামনে পেলে তাই সাইফউদ্দিনের লক্ষ্য মিলারের উইকেটটি শিকার করার।বিডিক্রিকটাইমে সাইফউদ্দিন বলেন, “হয় মরব, নাহয় মারব। যেহেতু একবার মরেছি তাই এবার

চেষ্টা থাকবে মারার। হয়তো আবারও মার খেতে পারি কিন্তু এসব নিয়ে লুকোচুরি নেই। সবসময়ই চেষ্টা থাকবে উইকেট নেওয়ার।”ভিন্ন কন্ডিশনে ক্রিকেট খেলা হয়, বোলার কোনোদিন সফল হন, কোনোদিন আবার ব্যর্থ হন।

এই উত্থান-পতনের মধ্যে চলতে থাকলেও প্রতিনিয়ত বোলিং বিচিত্রিতা পরিবর্তনের পক্ষে নন সাইফউদ্দিন।তিনি বলেন, “এটা তো আর বিয়ে বাড়ি না যে আমি চাইলাম একবার একটি পোশাক পরলাম, ভালো লাগলো না আবার পরিবর্তন করে আরেকটা পরলাম।

এটা হলো ক্রিকেট, বিভিন্ন কঠিন পরিস্থিতিতেই খেলা হয়। কিন্তু তাই এখানে বৈচিত্র্যতা প্রতিনিয়ত পরিবর্তন করলে নিজের অস্তিত্ব হারিয়ে যাবে। যেটা আছে সেটা নিয়েই লড়ার

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ