ঢাকা, শুক্রবার, ৪ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২

মুশফিক, ইমরুল, সৌম্য, রুবেল, বিপ্লবদের নিয়ে শক্তিশালী দল ঘোষণা করলো বিসিবি

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ সেপ্টেম্বর ১৬ ২০:৩৬:৩২
মুশফিক, ইমরুল, সৌম্য, রুবেল, বিপ্লবদের নিয়ে শক্তিশালী দল ঘোষণা করলো বিসিবি

ছন্দ ফিরে পেতে ছুটি বিসর্জন দিয়ে ‘এ’ দলের হয়ে ওয়ানডে সিরিজ খেলার সিদ্ধান্ত নেন।মুশফিকের দেখানো পথে হেঁটে ‘এ’ দলের হয়ে এইচপির বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবেন সৌম্য সরকার, রুবেল হোসেন ও আমিনুল ইসলাম বিপ্লব। তাদের মধ্যে সৌম্য বিশ্বকাপের ১৫ সদস্যের মূল স্কোয়াডে আছেন, রুবেল ও

বিপ্লব আছেন রিজার্ভ খেলোয়াড় হিসেবে। সৌম্য, রুবেল ও বিপ্লবের ‘এ’ দলের সিরিজে অংশগ্রহণের বিষয়টি বিডিক্রিকটাইমকে নিশ্চিত করেছে জাতীয় দল ম্যানেজমেন্ট সূত্র।বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু হবে আগামী ১৭ অক্টোবর, স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে। প্রথম রাউন্ডে টাইগাররা সবকটি ম্যাচ খেলবে ওমানে।

কন্ডিশনের সাথে মানিয়ে নিতে এক সপ্তাহ বাড়তি ক্যাম্প ও আনুষ্ঠানিক প্রস্তুতি করবে মাহমুদউল্লাহ রিয়াদের দল। সেই উদ্দেশে দেশ ছাড়বে ৩ অক্টোবর।মুশফিক, সৌম্য, রুবেল, বিপ্লবরা তাই খেলবেন ‘এ’ দলের তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে। এরপর জৈব সুরক্ষা বলয় থেকে বের হয়ে বিশ্বকাপ দলের সাথে উড়াল দেবেন ওমানে।প্রসঙ্গত, ‘এ’ দল ও এইচপি দলের ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচ ২৯ সেপ্টেম্বর ও ১ অক্টোবর অনুষ্ঠিত হবে।

ওয়ানডে সিরিজে ‘এ’ দলের স্কোয়াড মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম (প্রথম দুই ম্যাচ), সৌম্য সরকার (প্রথম দুই ম্যাচ), সাইফ হাসান, সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, ইয়াসির আলী চৌধুরী, মোহাম্মদ মিঠুন, ইরফান সুক্কুর, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, এবাদত হোসেন চৌধুরী, আবু জায়েদ চৌধুরী রাহী, খালেদ আহমেদ, কামরুল ইসলাম রাব্বি, শহিদুল ইসলাম, ইমরুল কায়েস, আমিনুল ইসলাম বিপ্লব (প্রথম দুই ম্যাচ) ও রুবেল হোসেন (প্রথম দুই ম্যাচ)।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ