ঢাকা, শনিবার, ১৬ আগস্ট ২০২৫, ১ ভাদ্র ১৪৩২

জানা গেলো আইসিসি নিউজিল্যান্ড বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে কিনা

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ সেপ্টেম্বর ১৮ ১৪:৪০:২১
জানা গেলো আইসিসি নিউজিল্যান্ড বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে কিনা

হুট করে শেষ মুহূর্তে সিরিজটি পিছিয়ে দেয়ায় বড় অঙ্কের আর্থিক ক্ষতির মুখে পড়বে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এ বিষয়ে আইসিসির কাছ থেকেও কোনো সাহায্য পাওয়ার আশা নেই তাদের।

নাম প্রকাশে অনিচ্ছুক বোর্ডের এক কর্মকর্তা দৈনিক ডনকে বলেছেন, ‘নিরাপত্তা ব্যবস্থায় ধাক্কার বাইরেও অর্থনৈতিকভাবেও একটা ধাক্কা লাগবে পাকিস্তানের। পিসিবি, সরকার এবং নিরাপত্তা সংস্থাগুলোর এতদিনের প্রচেষ্টার ওপর এটা একটা বড় ধাক্কা। যারা পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছে।’

নিউজিল্যান্ড দলের এবারের সফরে তিন ওয়ানডের পর পাঁচটি টি-টোয়েন্টি খেলার কথা ছিলো। কিন্তু সবকিছুই এখন অনির্দিষ্টকালীন সময়ের জন্য স্থগিত করে দেয়া হয়েছে। এ বিষয়ে আইসিসির দ্বারস্থ হয়েও কোনো কাজ হবে না বলে মন্তব্য করেছেন পিসিবির সেই কর্মকর্তা।

এর পেছনে ভারতপন্থীদের প্রভাব রয়েছে জানিয়ে তার ভাষ্য, ‘আইসিসি এসব বিষয়ে আগে কখনও কিছু করেনি। এর বাইরেও যেহেতু আইসিসিতে ভারতীয় লবি শক্তিশালী। তাই নিউজিল্যান্ডের বিপক্ষে কোনো ব্যবস্থা নিলে, সেটি জেতা সহজ হবে না পিসিবির জন্য।’

কিউইরা সফর স্থগিত করার পর এবার শঙ্কার মুখে পড়েছে ইংল্যান্ডের পাকিস্তান সফরও। ইংলিশরাও ভাবতে শুরু করেছে পাকিস্তান সফরে যাওয়া না যাওয়ার ব্যাপারে। পিসিবি কর্মকর্তাও এ বিষয়ে কোনো আশার কিছু দেখেন না, ‘এখন আর বেশি আশা নেই যে, ইংল্যান্ড দল খেলতে আসবে।’

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ