ঢাকা, রবিবার, ৬ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২

পাওয়ার প্লে'তেই ৪ উইকেট হারিয়ে ফেলেছে চেন্নাই

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ সেপ্টেম্বর ১৯ ২০:৪৪:২৪
পাওয়ার প্লে'তেই ৪ উইকেট হারিয়ে ফেলেছে চেন্নাই

ইনিংসের তৃতীয় ওভারের শেষ বলে রাহুল চাহারের হাতে ধরা পড়েন সুরেশ। ১টি বাউন্ডারির সাহায্যে ৬ বলে ৪ রান করে ক্রিজ ছাড়েন তিনি। চেন্নাই দলগত ৭ রানে ৩ উইকেট হারায়। যদিও চোট পেয়ে মাঠ ছেড়েছেন আম্বাতিও। তিনি ব্যাট করতে ফিরবেন কিনা নিশ্চিত নয়। হাল ধরতে ব্যাট হাতে ক্রিজে এলেন মহেন্দ্র সিং ধোনি।

প্রবল চাপে চেন্নাই। চোট পেয়ে মাঠ ছাড়লেন আম্বাতি রায়াড়ু। দ্বিতীয় ওভারের শেষ বলে কনুইয়ে চোট পান আম্বাতি। বাঁ-কনুই ফুলে যায় সঙ্গেসঙ্গে। যন্ত্রণাকাতর রায়াড়ু ফিজিওর সঙ্গে মাঠ ছাড়েন। পরিবর্তে ব্যাট করতে নামেন সুরেশ রায়না।

খাতা খুলতে পারলেন না মইন আলিও। দ্বিতীয় ওভারে অ্যাডাম মিলিনের তৃতীয় বলে আউট হয়ে বসেন তিনি। ৩ বল খেলে কোনও রান না করেই সৌরভ তিওয়ারির হাতে ধরা পড়েন ব্রিটিশ অল-রাউন্ডার। চেন্নাই দলগত ২ রানে ২ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান আম্বাতি রায়াড়ু।

শুরুতেই মুম্বই ইন্ডিয়ান্সকে সাফল্য এনে দেন বোল্ট। প্রথম ওভারেই তিনি আউট করেন ফর্মে থাকা ফ্যাফ ডু'প্লেসিকে। প্রথম ওভারের পঞ্চম বলে অ্যাডাম মিলিনের হাতে ধরা পড়েন প্রোটিয়া তারকা। ৩টি বল খেলে খাতা খোলার আগেই সাজঘরে ফিরতে হয় ডু'প্লেসিকে। চেন্নাই দলগত ১ রানে ১ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান মইন আলি।

আইপিএল ২০২১-এর আমিরশাহি লেগের খেলা শুরু। চেন্নাই সুপার কিংসের হয়ে ওপেন করতে নামেন রুতুরাজ গায়কোয়াড় ও ফ্যাফ ডু'প্লেসি। মুম্বইয়ের হয়ে বোলিং শুরু করেন ট্রেন্ট বোল্ট।

মুম্বই চার বিদেশির কোটায় কুইন্টন ডি'কক, কায়রন পোলার্ড, অ্যাডাম মিলিন ও ট্রেন্ট বোল্টকে মাঠে নামায়। মুম্বইয়ের জার্সিতে অভিষেক হয় আনমোলপ্রীত সিংয়ের।

মুম্বইয়ের প্লেয়িং ইলেভেন: কুইন্টন ডি'কক (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, ইশান কিষাণ, আনমোলপ্রীত সিং, সৌরভ তিওয়ারি, কায়রন পোলার্ড (ক্যাপ্টেন), ক্রুণাল পান্ডিয়া, অ্যাডাম মিলিন, রাহুল চাহার, জসপ্রীত বুমরাহ ও ট্রেন্ট বোল্ট।

চেন্নাই চার বিদেশি ক্রিকেটারের কোটায় মাঠে নামায় ফ্যাফ ডু'প্লেসি, মইন আলি, ডোয়েন ব্র্যাভো ও জোস হ্যাজেলউডকে।

চেন্নাইয়ের প্লেয়িং ইলেভেন: ফ্যাফ ডু'প্লেসি, রুতুরাজ গায়কোয়াড়, মইন আলি, সুরেশ রায়না, আম্বাতি রায়াড়ু, রবীন্দ্র জাদেজা, ডোয়েন ব্র্যাভো, মহেন্দ্র সিং ধোনি (ক্যাপ্টেন ও উইকেটকিপার), শার্দুল ঠাকুর, দীপক চাহার ও জোস হ্যাজেলউড।

দুবাইয়ে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে টস জিতল চেন্নাই সুপার কিংস। টস জিতে চেন্নাই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন। পিচ দেখে ভালো মনে হওয়ায় শুরুতে ব্যাট করে স্কোরবোর্ডে রান তোলাই শ্রেয় মনে হয় চেন্নাই দলনায়কের।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ