ঢাকা, রবিবার, ৬ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২

বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন নিয়ে ভবিষ্যৎবানী করলেন তামিম

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ সেপ্টেম্বর ১৯ ২২:২৩:২৪
বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন নিয়ে ভবিষ্যৎবানী করলেন তামিম

কিন্তু বাস্তবতা হলো মিরপুর শেরে বাংলা পিচে বিশ্বাস অর্জন ছাড়া অন্য কোন প্রস্তুতি ছিল না। বিশ্বকাপ থেকে বাদ পড়া তামিম ইকবালও মনে করেন, এত বড় টুর্নামেন্টে যাওয়ার আগে ভালো উইকেটে খেলা দরকার ছিল।

আজ রবিবার সন্ধ্যায় শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটার ও বর্তমান ধারাভাষ্যকার রাসেল আর্নল্ডের শো 'চিলিং উইথ রাসেল'-এ তামিম ইকবাল বলেন, 'আমরা যথেষ্ট প্রস্তুতি নিয়েছি। আমরা ম্যাচ জিতেছি, বড় দলগুলিকে হারিয়েছি।

তবে আদর্শ হতো, যদি সত্যিই স্পোর্টিং উইকেটে কয়েকটি ম্যাচ খেলতে দেখতাম দলকে। কারণ, বিশ্বকাপে খেলা হবে ভিন্ন ব্যাপার। ম্যাচ জেতা খুবই গুরুত্বপূর্ণ, আমি তাতে একমত। বিশ্বকাপে যে ধরনের উইকেটে খেলতে হবে, সেসবের সঙ্গে মিল থাকলে ভালো হতো।'

বিশ্বকাপের মূল পর্বে ওঠার জন্য বাছাইপর্ব অতিক্রম করাও কঠিন হবে বলে মনে করেন তামিম, 'প্রথম বাধা আমাদের যে কোনোভাবে পার হতে হবে, যেটা হলো বাছাইপর্ব। ওমান, স্কটল্যান্ডের মতো ছোট দলগুলি কখনও কখনও খুব ট্রিকি হয়।

শুরুটা ভালো করতে হবে আমাদের। ইতিহাস বলে, শুরু ভালো করলে বাংলাদেশ গোটা টুর্নামেন্ট ভালো করে। শুরুটা ভালো না হলে সমস্যা। মনে রাখতে হবে, আইপিএল চলছে। উইকেটগুলো তাই ক্লান্ত থাকবে। স্পিনারদের যদি ভূমিকা রাখার সুযোগ থাকে, আমরা অবশ্যই ভালো করব বলে আমি মনে করি।'

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ