ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২

মেসির ভালোর জন্যেই মেসিকে তুলে নেয়া হয়েছে বললেন পিএসজি কোচ পচেত্তিনো

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ সেপ্টেম্বর ২০ ১৪:১০:১৩
মেসির ভালোর জন্যেই মেসিকে তুলে নেয়া হয়েছে বললেন পিএসজি কোচ পচেত্তিনো

গত ৩০ আগস্ট স্তাদে স্বাগতিক রেইমসের বিপক্ষে ম্যাচ দিয়ে মেসির পিএসজি অভিষেক হয়। আর্জেন্টাইন অধিনায়ক গতকাল প্রথমবারের মতো পার্ক দে প্রিন্সেসে খেলেছেন।

এ দিন গোলবঞ্চিত থাকেন মেসি। তবে বেশ কয়েকটি সুযোগ তৈরি করেছিলেন। ৩২ মিনিটে লিও গোলরক্ষক অ্যান্থনি লোপেজের পর ৩৭ মিনিটে পোস্টের বাঁধায় স্কোরশিটে নাম তুলতে পারেননি ছয়বারের ব্যালন ডি অর জয়ী।

গুরুত্বপূর্ণ ম্যাচে মেসিকে একাদশে চাওয়াই আর্জেন্টাইন পচেত্তিনোর লক্ষ্য, ‘ভবিষ্যতের সম্ভাব্য চোটের কারণে আমরা মেসিকে তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। সামনে আমাদের গুরেুত্বপূর্ণ ম্যাচ আছে। তার আগে মেসিকে সুস্থ রাখতে হবে।’

পচেত্তিনো বলেন, ‘দলের কথা ভেবেই খেলোয়াড় বদলির সিদ্ধান্ত নেই আমরা। সবাই জানে যে আমাদের অনেক দুর্দান্ত খেলোয়াড় আছে।’

বদলি খেলোয়াড় অনেক সময় ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। আবার ব্যর্থ হতেও দেখা যায়। এরপরও দলে তারকাদের আধিক্যের কথা ভেবে নিয়মিত বদলি করতে চান পচেত্তিনো, ‘অনেক সময় বদলি খেলোয়াড় ভালো কিছু করে দেখায়। কখনও কখনও খারাপ করে। এরপরও এটা চালিয়ে যেতে হবে।’

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ