ঢাকা, রবিবার, ৬ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২

ফিফটির কাছে গিয়ে আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তে ফিরলেন শান্ত

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ সেপ্টেম্বর ২৪ ১৪:৪২:৩৬
ফিফটির কাছে গিয়ে আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তে ফিরলেন শান্ত

এরপর দলের হাল ধরেন সাদমান ইসলাম ও নাজমুল হোসেন শান্ত। দুজনই দারুণ খেলছিলেন। তবে দলীয় ১০৫ রানে আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তে সাজঘরে ফিরতে হয় শান্তকে। ৭৭ বলে ৪৭ রান করা শান্ত ৬টি চার ও ১টি চার হাঁকিয়ে দিচ্ছিলেন আরেকটি বড় ইনিংসের আভাস।

তবে অর্ধশতক থেকে মাত্র ৩ রান দূরে থাকতে তাকে ফিরতে হয় সাজঘরে। শান্ত অবশ্য সাজঘরে ফেরার আগে মাঠেই ক্ষোভ প্রকাশ করেন। তানভীর ইসলামের বলে আম্পায়ার আউটের সংকেত দিলে বল ব্যাটে লেগেছে দাবি করে শান্ত কিছুক্ষণ মাঠে দাঁড়িয়ে থাকেন। মাঠ ছাড়ার আগে ব্যাট দিয়ে মাঠে আঘাত করে ক্ষোভ প্রকাশ করেন।

শান্তর মত অল্পের জন্য অর্ধশতক হাতছাড়ার আক্ষেপে পুড়েছেন সাদমানও। ১২৬ বলে ৩টি চারের সহায়তায় ৪৯ রান করেন তিনি। এই প্রতিবেদন লেখার সময় ১৬ রান নিয়ে অধিনায়ক মুমিনুল হক ও ৪ রান নিয়ে মোহাম্মদ মিঠুন ক্রিজে রয়েছেন। ৩ উইকেট হারিয়ে ‘এ’ দলের সংগ্রহ ১৩৫ রান।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ