ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

মোঁপেলিয়ের বিপক্ষে মাঠে নামছে পিএসজি

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ সেপ্টেম্বর ২৪ ১৯:২৯:৪৬
মোঁপেলিয়ের বিপক্ষে মাঠে নামছে পিএসজি

এবার মোঁপেলিয়ের বিপক্ষেও খেলা হচ্ছে না লিওনেল মেসির। হাঁটুর চোটের মেটজের বিপক্ষে খেলতে না পারলেও প্রত্যাশা ছিল মোঁপেলিয়ের বিপক্ষে মাঠে ফিরবেন এই আর্জেন্টাইন তারকা।

মেটজের বিপক্ষে ম্যাচের আগের দিন পিএসজি জানায় ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে এবং দুইবার এমআরআই করানো হবে। তাই সময় নিয়েছিলেন তারা। পর্যবেক্ষণ শেষে আশানুরূপ ফল না পাওয়ায় মোঁপেলিয়ের বিপক্ষে ঝুঁকি নিতে যাচ্ছে না পিএসজি। তবে আগামী রোববার আবারও পরীক্ষা করা হবে। এরপর জানা যাবে মেসি পরের ম্যাচে খেলতে পারবেন কী না।

মোঁপেলিয়ের বিপক্ষে না থাকলেও শুক্রবার মেসি রানিং শুরু করেছেন বলে নিশ্চিত করেছে পিএসজি কর্তৃপক্ষ।

পিএসজি আশা করছে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ম্যানচেস্টার সিটির বিপক্ষে মাঠে ফিরবেন মেসি।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ