ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

আমরা নিশ্চিতভাবেই বিশ্বকাপের ফেবারিট দল: জস বাটলার

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ অক্টোবর ০৫ ১৫:৪৯:৪৮
আমরা নিশ্চিতভাবেই বিশ্বকাপের ফেবারিট দল: জস বাটলার

ইনজুরির কারণে ইংল্যান্ডের বিশ্বকাপ দলে নেই ডানহাতি পেসার জোফরা আর্চার ও পেস বোলিং অলরাউন্ডার বেন স্টোকস। ২০১৯ সালের ঘরের মাঠে বিশ্বকাপ জেতার পথে এ দুজনের ছিলো বড় অবদান। কিন্তু কুড়ি ওভারের বিশ্বকাপে তাদেরকে পাচ্ছে না ইংল্যান্ড।

তবে আর্চার-স্টোকসকে না পেলেও দলের বাকিদের সামর্থ্যে পূর্ণ আস্থা রয়েছে বাটলারের। তিনি বলেছেন, ‘আমার মতে, আমরা নিশ্চিতভাবেই বিশ্বকাপের ফেবারিট দলের একটি। আমাদের দুর্দান্ত এক দল আছে। স্টোকস-আর্চারের মতো দুজন সুপারস্টারের অভাববোধ করব। কিন্তু স্কোয়াড দেখুন, এখানে সত্যিকারের ম্যাচ জেতানো কিছু খেলোয়াড় আছে, যা রোমাঞ্চকর।’

২০১৬ সালে ভারতের মাটিতে হওয়া সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরেছিলো ইংল্যান্ড। যে কারণে তাদের পাওয়া হয়নি টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় শিরোপা। সেই বেদনা ভুলে নতুন উদ্যমে এবারের বিশ্বকাপ শিরোপা জেতার জন্য আত্মবিশ্বাসী বাটলার।

মেট্রোকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘চার বছর আগের বিশ্বকাপে যদি তাকাই, এবার আমরা আরও অভিজ্ঞতা যোগ করেছি। খেলোয়াড়দের বয়স দেখুন, সবার অনেক অভিজ্ঞতা। সেটা আইপিএলে হোক, বিগব্যাশে হোক কিংবা ইংল্যান্ডের হয়ে ম্যাচ খেলে হোক। আমরা অভিজ্ঞ একটা দল হিসেবে যাচ্ছি। যে দল মাঠ ও মাঠের বাইরে এমন চাপ সামাল দিতে পারে। এটাই আমাকে আত্মবিশ্বাস দিচ্ছে।’

নিজেদের ফেবারিট বললেও পাশাপাশি আরও দুই দলকেও রেখেছেন বাটলার। তার মতে ভারত ও ওয়েস্ট ইন্ডিজও রয়েছে এবারের বিশ্বকাপে ফেবারিটের তালিকায়। বিশেষ করে ক্যারিবীয়দের টানা তৃতীয় বিশ্বকাপ জেতার সম্ভাবনা রয়েছে বলে মনে করেন তিনি, ‘বিশ্বে আরও কিছু দারুণ দল আছে। বিশেষ করে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের কথাই বলব, কারণ তারা আসলেই খুব শক্তিশালী।’

‘টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজ খুবই শক্তিশালী। ওদের ছক্কা মারার ক্ষমতা অনেক। দলে এমন খেলোয়াড় থাকাটা দারুণ। কিন্তু আমার মনে হয়, আমরা খুবই ভালো দল এবং আমরা নিজেদের ওপরই মনোযোগ দেবো। আর আমাদের ক্ষমতায় যতটুকু সম্ভব ভালো ক্রিকেট খেলব। সেটা করতে পারলেই, অনেক দূর যেতে পারবো।’

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ