ঢাকা, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

400 করলেন রোহিত

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ অক্টোবর ০৬ ১০:২০:৪৭
400 করলেন রোহিত

শারজাহতে স্বপ্নের মাইলফলকে পৌঁছাতে দুটি ছক্কার দরকার ছিল রোহিতের। ইনিংসের প্রথম ওভারে মুস্তাফিজুর রহমানকে ওভার বাউন্ডারি মেরে দূরত্বটা কমিয়ে আনেন ডানহাতি বিধ্বংসী ওপেনার। তৃতীয় ওভারে গোপালকেও একই পরিণতি দেন রোহিত। পরের ওভারেই বিদায় নেন তিনি। ফেরার আগে দুই ছক্কা ও এক চারে ১৩ বলে ২২ রান করেন রোহিত।

এই সংস্করণে সর্বোচ্চ ছক্কার তালিকায় রোহিত হলেন প্রথম ভারতীয়। সার্বজনীন তালিকায় তিনি সপ্তম। শীর্ষে আছেন ওয়েস্ট ইন্ডিজের বাঁ-হাতি ড্যাশিং ওপেনার ও টি-টোয়েন্টি সংস্করণের রাজা ক্রিস গেইল। ক্যারিবীয় ব্যাটিং দৈত্যের ধারেকাছেও নেই রোহিত কিংবা অন্যরা। কুড়ি ওভারের ক্রিকেটে ৪৪০ ইনিংসে ১০৪২টি ছক্কা মেরেছেন গেইল।

৫০২ ইনিংসে ৭৫৮ ছক্কা নিয়ে দুইয়ে আছেন গেইলেরই স্বদেশি কাইরেন পোলার্ড। তিন নম্বর জায়টাও আরেক ক্যারিবীয়র। ৩২৫ ইনিংসে ৫১০ ছক্কা মেরেছেন বিধ্বংসী অলরাউন্ডার আন্দ্রে রাসেল। চারে থাকা নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম ৩৬৪ ইনিংসে ৪৮৫ ছক্কা মেরেছেন। পাঁচে আছেন শেন ওয়াটসন। অস্ট্রেলিয়ার সাবেক অলরাউন্ডার ৩৩৫ ইনিংসে ৪৬৭টি ছক্কা হাঁকান।

ছয় নম্বর পজিশন দক্ষিণ আফ্রিকার 'মিস্টার থ্রিসিক্সটি' খ্যাত এবি ডি ভিলিয়ার্সের। ৩১৭ ইনিংসে তার ছক্কা ৪৩৪টি। এরপরই রোহিতের অবস্থান। ৩৪২ ইনিংসে কাঁটায় কাঁটায় ৪০০ ছক্কা হয়েছে তার। রোহিতের পেছনে আছেন অ্যারন ফিঞ্চ। ৩১৯ ইনিংসে একটি ছক্কা কম আছে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানের।

আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ ছক্কা মারার তালিকায় অবশ্য দুইয়ে আছেন রোহিত। ১০৩ ইনিংসে ১৩৩টি ছক্কা আছে তার। ৯৮ ইনিংসে ১৪৭ ছক্কা মেরে সবার ওপরে আছেন নিউজিল্যান্ডের সাবেক ওপেনার মার্টিন গাপটিল। এই তালিকায় গেইল আছেন তিনে। ৭০ ইনিংসে ১২১টি ছক্কা মেরেছেন ক্যারিবীয় ওপেনার।

গেইলে পেছনে আছেন ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মরগান (১১৬টি)। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক শ ছক্কা মারার তালিকায় সর্বমোট আছেন সাতজন। বাকি তিনজন হলেন নিউজিল্যান্ডের কলিন মুনরো (১০৭), অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ (১০৭) ও ওয়েস্ট ইন্ডিজের এভিন লুইস (১০৩)।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ