ঢাকা, সোমবার, ১৪ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২

জিম্বাবুয়েকে ৪৮ অলআউট করে সহজ জয় বাংলাদেশের

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ নভেম্বর ১০ ১৭:৫৬:০২
জিম্বাবুয়েকে ৪৮ অলআউট করে সহজ জয় বাংলাদেশের

গত বছরের মার্চে অস্ট্রেলিয়ায় হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আর কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেনি বাংলাদেশ নারী ক্রিকেট দল। দীর্ঘ বিরতির পর ক্রিকেটে ফেরাটা দারুণ জয়েই রাঙালেন সালমা খাতুন, রোমানা আহমেদরা।

বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে আগে ফিল্ডিং নিয়েছিলেন বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক ফাহিমা খাতুন। আঙুলের ইনজুরিতে ম্যাচটি খেলতে পারেননি নতুন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ফলে অধিনায়কত্ব অভিষেক হয়েছে ফাহিমার।

ফিল্ডিংয়ে নেমে শুরু থেকেই একের পর এক উইকেট তুলে নিতে থাকেন সালমা খাতুন, জাহানারা আলমরা। পাশাপাশি রিতু মণি, নাহিদা আক্তাররাও আক্রমণে যোগ দিলে মাত্র ২৩.২ ওভারেই গুঁড়িয়ে যায় জিম্বাবুয়ের ইনিংস।

সফরকারীদের বোলিং তোপে পড়ে ৪৮ রানের বেশি করতে পারেনি স্বাগতিক জিম্বাবুয়ে। দলের পক্ষে সর্বোচ্চ ১৭ রান করেছেন প্রিসিয়াস মারাঙ্গে। এছাড়া আর কেউই দুই অঙ্কে যেতে পারেননি।

বাংলাদেশের পক্ষে বল হাতে সাত ওভারে ৬ রান খরচায় ৩ উইকেট নিয়েছেন সালমা। নাহিদা ৫.২ ওভারে মাত্র ২ রানে নিয়েছেন ৩ উইকেট। পেসার জাহানারা ৩ উইকেট নিতে খরচ করেছেন ১৮ রান। অন্য উইকেট শিকার করেছেন রিতু।

পরে রান তাড়া করতে নেমে ২১ রানের মধ্যে সাজঘরে ফিরে যান দুই ওপেনার মুর্শিদা খাতুন (৭) ও শারমিন আক্তার (৮)। তবে পরে আর বিপদ ঘটতে দেননি ফারজানা হক (১১) ও রোমানা আহমেদ (১৬)। সহজ জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ।

তিন ম্যাচ সিরিজের পরের দুইটি মাঠে গড়াবে আগামী ১৩ ও ১৫ নভেম্বর। এরপর আগামী ২১ নভেম্বর থেকে শুরু হবে টাইগ্রেসদের বিশ্বকাপ বাছাইপর্বের লড়াই।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ