ঢাকা, সোমবার, ১৪ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

বিশ্বকাপ মিশন শেষে বাংলাদেশের বিপক্ষে খেলতে ঢাকায় পা রাখলো পাকিস্তান দল

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ নভেম্বর ১৩ ১০:৫২:৪০
বিশ্বকাপ মিশন শেষে বাংলাদেশের বিপক্ষে খেলতে ঢাকায় পা রাখলো পাকিস্তান দল

সর্বশেষ ২০১৫ সালে বাংলাদেশ সফরে এসেছিল পাকিস্তান জাতীয় ক্রিকেট দল৷ সেই বাংলাদেশ ২টি টেস্ট, তিনটি ওয়ানডে ও ১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিল সফরকারীরা। সেই সফরে টেস্ট সিরিজ জিতলেও সাদা বলের ম্যাচগুলোতে টাইগারদের সামনে দাঁড়াতেই পারেনি সফরকারীরা। একদিনের সিরিজ ৩-০ তে জিতে নিয়েছিল বাংলাদেশ। একমাত্র টি-টোয়েন্টি ম্যাচের ফলাফলও এসেছিল টাইগারদের পক্ষে।

সফরকারী পাকিস্তান দল ঢাকায় পা রাখলেও দলের সাথে আসেননি দলের অধিনায়ক বাবর আজম৷ অভিজ্ঞ অলরাউন্ডার শোয়েব মালিকও আসেননি শনিবার৷ আগামী ১৬ই নভেম্বর তাদের ঢাকায় আসার কথা রয়েছে৷

১৯ নভেম্বর টি-টোয়েন্টি সিরিজ দিয়ে শুরু হবে পাকিস্তান দলের বাংলাদেশ সফর৷ মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সেই ম্যাচ অনুষ্ঠিত হবে দুপুর দুইটায়৷ হোম অফ ক্রিকেটেই টোয়েন্টি সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ২০ এবং ২২ নভেম্বর৷

ক্ষুদ্র সংস্করণের এই সিরিজ শেষে তারা চলে যাবেন চট্রগ্রাম। ২৬ নভেম্বরে চট্টগ্রামেই অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম টেস্ট ম্যাচ৷ ৪ ডিসেম্বর ঢাকায় দ্বিতীয় টেস্ট খেলে সফরকারীরা উড়াল দিবে নিজ দেশের উদ্দেশ্যে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ