ঢাকা, বুধবার, ২৩ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২

ইংল্যান্ডের সঙ্গে সিরিজ আয়োজনে চেষ্টা চালাচ্ছে বিসিবি

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ জানুয়ারি ০৫ ১৯:৪৭:১৩
ইংল্যান্ডের সঙ্গে সিরিজ আয়োজনে চেষ্টা চালাচ্ছে বিসিবি

এই তো গেল ইংল্যান্ড সফরের কথা। অস্ট্রেলিয়া সফর তো আরও দুস্কর বাংলাদেশের জন্য। ২০০৩ ও ২০০৮ সালে অস্ট্রেলিয়া সফরে গেলেও সেসব ম্যাচ আয়োজন হয়নি অস্ট্রেলিয়ার কোনো মূল ভেন্যুতে। এমনকি এফটিপি অনুযায়ী ২০২৩ সাল পর্যন্ত এই দুই দেশে বাংলাদেশের কোনো সফর নেই। জালাল ইউনুস জানালেন অস্ট্রেলিয়া সম্ভব না হলেও ইংল্যান্ডের সঙ্গে সিরিজ আয়োজনে চেষ্টা চালাচ্ছে বিসিবি।

“ইংল্যান্ড-অস্ট্রলিয়াতে আমাদের অ্যাওয়ে সিরিজ কম। আগেও এসব নিয়ে আলোচনা হয়েছে। ইংল্যান্ডে অ্যাওয়ে সিরিজ করা যায় কি না আলোচনা হচ্ছে তবে এখনও নিশ্চিত না। তবে আমরা চেষ্টা করব। আমার মনে হয় ইংল্যান্ড-অস্ট্রলিয়ায় আমাদের আরও বেশি ম্যাচ খেলা উচিত। ওদের কন্ডিশনে বেশি ম্যাচ খেললে আমাদের ক্রিকেটের জন্যই ভালো হবে মনে করি।”

ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ খেলার ভাবনা আসাটা স্বাভাবিক। তাঁদের মতোই কন্ডিশন নিউজিল্যান্ডের। কঠিন কন্ডিশনে নিউজিল্যান্ডকে প্রথম টেস্ট হারিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। অবশ্য এই অর্জনের কৃতিত্ব ক্রিকেটারদেরকেই দিচ্ছেন অপারেশন্স কমিটির প্রধান জালাল ইউনুস।

“আপনারা জানেন সবাই কী ট্রমার মধ্য দিয়ে গেছে। বিশ্বকাপের পরে আমরা পাকিস্তান সিরিজে ভালো করিনি। ঐখানে গিয়ে টিমের পারফরম্যান্স অসাধারণ। আমি ধন্যবাদ জানাই যারা মাঠে খেলেছে। আসলে এটা প্লেয়ার, টিম ম্যানেজমেন্টের কৃতিত্ব। টিম ম্যানেজমেন্ট থেকে একটা বার্তা ছিল যে টেস্টে আমরা কিভাবে ব্যাটিং ও বোলিং করব। এটা তাঁরা অনুসরণ করেছে। এটাই সবচেয়ে বড় কথা।”

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ