ঢাকা, বুধবার, ২৩ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২

এক উইকেট নিয়েই মুরালিধরনকে টপকে অনন্য বিশ্বরেকর্ড গড়লেন অ্যান্ডারসন

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ জানুয়ারি ০৫ ২২:৪৬:৪০
এক উইকেট নিয়েই মুরালিধরনকে টপকে অনন্য বিশ্বরেকর্ড গড়লেন অ্যান্ডারসন

সিডনি টেস্টের প্রথম দিনে আজ মাত্র ১টি উইকেট নিয়েছেন জেমস অ্যান্ডারসন। তাতেই তিনি টেস্ট ক্রিকেটের ইতিহাসে এমন এক নজির গড়েন, যা আর কোনও ক্রিকেটারের নেই।

আসলে নতুন বছরে সিডনিতে এটাই ছিল ইংল্যান্ডের প্রথম টেস্ট ম্যাচ। সে টেস্টে উইকেট নেওয়া মাত্রই জেমস অ্যান্ডারসন টানা ২০ বছরে অন্তত ১টি করে টেস্ট উইকেট নেওয়ার বিশ্বরেকর্ড গড়েন। ২০০৩ সালে টেস্ট অভিষেকের পর থেকে ২০২২ সাল পর্যন্ত প্রতিবছর দেশের হয়ে লাল বলের ক্রিকেটে উইকেট নিয়েছেন জিমি।

আগে এই রেকর্ড ছিল শ্রীলঙ্কার মুরলিধরনের। তিনি ১৯৯২ থেকে ২০১০ পর্যন্ত টানা ১৯ বছরে অন্তত ১টি করে টেস্ট উইকেট নিয়েছেন।

অ্যান্ডারসনের আন্তর্জাতিক ক্যারিয়ারের কথা বিচার করলে এই নিয়ে টানা ২১ বছর তিনি ইংল্যান্ডের হয়ে অন্তত ১টি করে উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করলেন। কারণ, ২০০২ সালে ওয়ানডে অভিষেকেও উইকেট তুলেছিলেন জেমস অ্যান্ডারসন।

একই সঙ্গে এ নিয়ে টেস্টে ১৬৯ ম্যাচ খেলে ৬৪০তম উইকেট নিয়েছেন তিনি। মুরালির ৮০০ উইকেটের মাইলফলক ছুঁতে এখনও অ্যান্ডারসনকে এখনও ১৬০টি উইকেট নিতে হবে।

সিডনি টেস্টের প্রথম দিনে অ্যান্ডারসন অসি ওপেনার মার্কাস হ্যারিসের উইকেট তুলে নেন। অস্ট্রেলিয়া প্রথম দিনের শেষে ৩ উইকেটের বিনিময়ে ১২৬ রান তোলে অস্ট্রেলিয়া।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ