ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

বিশ্বকাপে বাংলাদেশকে নিয়ে সুখবর জানালেন সাকিব

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ অক্টোবর ১২ ১২:৫৮:৪৬
বিশ্বকাপে বাংলাদেশকে নিয়ে সুখবর জানালেন সাকিব

এবারের ত্রিদেশীয় সিরিজে সেরা কম্বিনেশন খোঁজার চেষ্টায় ছিল বাংলাদেশ, এমনটাও দাবি করেন বাংলাদেশের অধিনায়ক। ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচে আগামী বৃহস্পতিবার (১৩ অক্টোবর) পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

সেই ম্যাচেও অব্যাহত থাকবে পরীক্ষা-নিরিক্ষা, এমনটাই ইঙ্গিত দিলেন সাকিব। আর সিরিজ শেষেই অস্ট্রেলিয়ায় উড়াল দেবে বাংলাদেশ। সরাসরি মূল পর্বের খেলায় মাঠে নামার আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে সাকিববাহিনী।

সাকিব বলেন, 'আমরা অনেক বেশি পিছিয়ে নেই। কিছু জায়গায় আমাদের আরও উন্নতি করতে হবে। বিশ্বকাপে আমাদের দল কেমন হবে সেটা আমরা জানি। আমরা এই সিরিজে সেরা কম্বিনেশন খোঁজার চেষ্টা করেছি। কালকের ম্যাচে আমরা জিততে চেষ্টা করব। এ কারণে কালকের ম্যাচটি গুরুত্বপূর্ণ।'

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে নিজেদের তৃতীয় ম্যাচে দল হারলেও রান পেয়েছেন সাকিব। ৪৪ বলে ৭০ রানের দারুণ এক ইনিংস খেলেছেন তিনি। তবুও ২০৯ রান তাড়া করতে গিয়ে ম্যাচটি ৪৮ রানের ব্যবধানে হারে বাংলাদেশ।

এবারের ত্রিদেশীয় সিরিজের প্রত্যেকটি ম্যাচেই বড় জুটি গড়তে ব্যর্থ হয়েছে বাংলাদেশ দল। কেননা প্রতি ম্যাচেই নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে দলটি। সাকিবের মতে, এরকম আরও কিছু সমস্যার সমাধান পেলেই বিশ্বকাপে লড়াই করবে বাংলাদেশ।

ম্যাচ শেষে তিনি আরও বলেন, 'আপনি যখন রান করবেন তখন আমরা ভালো লাগবে। এই উইকেটে আমরা আগের চাইতে ভালো খেলেছি। এটা অন্যগুলো থেকে আলাদা। নিউজিল্যান্ড ভালো সংগ্রহ গড়েছে এবং ম্যাচটিতে আমরা সবসময়ই পিছিয়ে ছিলাম।'

'প্রতি ওভারে ১৫-২০ রান করে নিতে পারলে ভালো হতো। উইকেট হারিয়ে আমরা বিপদে পড়ে গেছি। আপনি যদি আমাদের শেষ তিনটি ম্যাচ দেখেন, তাহলে দেখবেন আমরা টানা উইকেট হারিয়েছে। এ কারণে আমরা মোমেন্টামও পাইনি।'

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ