ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

ভারত-নেদারল্যান্ডসের মধ্যকার সুপার টুয়েলভের ম্যাচের মাঝে ঘটলো অদ্ভুত এক ঘটনা

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ অক্টোবর ২৭ ১৭:৫৪:৫১
ভারত-নেদারল্যান্ডসের মধ্যকার সুপার টুয়েলভের ম্যাচের মাঝে ঘটলো অদ্ভুত এক ঘটনা

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সিডনি ক্রিকেট গ্রাউন্ডে চলছিল ভারত-নেদারল্যান্ডসের মধ্যকার সুপার টুয়েলভের ম্যাচ। এই ম্যাচের দ্বিতীয়ার্ধে যখন ডাচরা রান তাড়া করছিল, ঠিক তখনই ঘটে এই ঘটনা।

পরে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি তাদের অফিশিয়াল ভেরিফায়েড ফেসবুক পেইজে সেই ভিডিও প্রকাশ করে। আর ক্যাপশনে লিখে দেন, মেয়েটি ভালবাসার প্রস্তাবে হ্যা বলেছে।

ভিডিওতে দেখা যায়, নেদারল্যান্ডের ইনিংসের সপ্তম ওভারের সময় গ্যালারিতে বসে থাকা এক তরুণীর দিকে একটি আংটি নিয়ে এগিয়ে আসেন এক তরুণ। এরপর মেয়েটিকে প্রেমের প্রস্তাব দেন তিনি। মেয়েটি কিছুক্ষণ আশ্চর্য হয়ে বসে থাকার পর দাঁড়িয়ে ওঠেন এবং প্রেমের প্রস্তাবে সাড়া দেন। ছেলেটিও তাকে তাৎক্ষণিকভাবে আংটি পরিয়ে দেন। এরপর দুজন দুজনকে জড়িয়ে ধরে উল্লাসে মেতে ওঠেন। এসময় পাশে থাকা সমর্থকরাও বেশ উল্লাস করেন।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ