ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

কাতার বিশ্বকাপ জিতবে যে দল জানালেন সাকিব

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ নভেম্বর ২০ ১৮:৩৫:৩৩
কাতার বিশ্বকাপ জিতবে যে দল জানালেন সাকিব

রোববার এক ভিডিওতে বাংলা টাইগার্সের ক্রিকেটাররা বিশ্বকাপ কে জিততে পারে ভবিষ্যদ্বাণী করেছেন। প্রায় প্রত‌্যেকেই নিজেদের পছন্দের দলকেই বেছে নিয়েছেন। তবে সাকিবের কাছ থেকে পাওয়া গেছে ভিন্ন উত্তর। বিশ্বকাপ কে জিতবে এমন প্রশ্নের উত্তরে সাকিব বলেছেন, ‘আমি।’

না খেলেই বিশ্বকাপ ট্রফি সাকিবের! অনেকটা ফাঁকা মাঠে গোল দেওয়ার মতোই ব‌্যাপার। অবশ‌্য সাকিব মন থেকে আর্জেন্টিনাকেই সাপোর্ট করেন তা অজানা নয় কারও। লিওনেল মেসির পার ভক্ত সাকিব আর্জেন্টিনার খেলা দেখতে টি টেন লিগ খেলার ফাঁকেই কাতার উড়াল দেবেন। ২৬ নভেম্বর আর্জেন্টিনা ও মেক্সিকোর খেলা মাঠে বসে দেখবেন তিনি।

বাংলা টাইগার্সে খেলা কাজী নুরুল হাসান সোহানও আর্জেন্টিনার শিরোপার অপেক্ষায় আছেন। মোহাম্মদ আমিরের পছন্দের খেলোয়াড় মেসি। শিরোপা তার হাতেই দেখছেন আমির। নিউ জিল‌্যান্ডের বেন কাটিং ব্রাজিলের হাতেই শিরোপা দেখছেন। তার স্বদেশি ডেভন কনওয়েও ব্রাজিলকে সাপোর্ট করছেন।

ইংল‌্যান্ডের বেনি হাওয়েল, জ‌্যাক লিনটট, জ‌্যাক বল নিজ দেশের হাতেই শিরোপা দেখছেন। দলটির ব‌্যাটিং কোচ টাটেন্ডা টাইবুর পছন্দ ইংল‌্যান্ড। ব‌্যাটিং কোচ আফতাব আহমেদ শতভাগ নিশ্চিত আর্জেন্টিনাই জিতবে শিরোপা। দলের মেন্টর নাজমুল আবেদীন ফাহিম অবশ‌্য ব্রাজিলকেই এগিয়ে রাখছেন। ২৩ নভেম্বর বাংলাদেশ টাইগার্স ও নিউ ইয়র্ক স্টার্সের ম‌্যাচ দিয়ে পর্দা উঠতে যাচ্ছে ষষ্ঠ টি টেন লিগের।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ