ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

ব্রেকিং নিউজ: ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে দলে যোগ হচ্ছে আরও একজন ক্রিকেটার

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৩ ফেব্রুয়ারি ১৮ ১২:৪৮:৩৬
ব্রেকিং নিউজ: ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে দলে যোগ হচ্ছে আরও একজন ক্রিকেটার

বৃহস্পতিবার রাতে তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য দল ঘোষণা করা হয়। ভারতের বিপক্ষে বাংলাদেশের শেষ ওয়ানডে স্কোয়াড ছিল ১৬ জনের। তবে ইংলিশদের বিপক্ষে সিরিজে দলে নেওয়া হয়েছে ১৪ জনকে।

প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন শুক্রবার বলেন, কয়েকজনের চোট সমস্যার কারণে একটু অপেক্ষা করছেন তারা। ‘আমরা ১৫ নম্বর হিসেবে একজনকে দলে যুক্ত করব। ইয়াসির, সোহানের একটু ফিটনেস কনসার্ন আছে। আরও কিছু ক্রিকেটারকে ডাকছি আমরা প্র্যাকটিসে। আমরা যে পরিকল্পনায় এগোচ্ছি, আমাদের তো একটা পুল আছে ২১ জনের, তাদের মধ্য থেকেই একজনকে দলে নেব।’

তিনি আরো বলেন, ‘প্র্যাকটিস দেখব আমরা। একটি প্র্যাকটিস ম্যাচ হবে ২২ তারিখে। তার পর আরেকজনকে নেওয়া হবে।’

সবশেষ ভারতের বিপক্ষে সিরিজের দল থেকে ইংল্যান্ডের বিপক্ষে জায়গা পাননি ইয়াসির আলি, নাসুম আহমেদ, এনামুল হক, নুরুল হাসান সোহান ও শরিফুল ইসলাম।

বাংলাদেশ ওয়ানডে দল:

তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, ইবাদত হোসেন চৌধুরি, তাইজুল ইসলাম, তৌহিদ হৃদয়।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ