মাশরাফির আসনে নৌকা মার্কা চান একাধিক প্রার্থী, চলুন জেনে নেই

মাশরাফির পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি সুবাস চন্দ্র বোস।
নড়াইল পৌরসভা ও সদর উপজেলার ৮টি ইউনিয়ন ও লোহাগড়া উপজেলার নড়াইল-২ আসন। এ আসন থেকে বর্তমান সংসদ সদস্য আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাশরাফি বিন মুর্তজা। গত সংসদ নির্বাচনে তিনি আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হতে চান মাশরাফিসহ ২১ জন।
এদিকে নড়াইল সদর ও কালিয়া উপজেলার ৫টি ইউনিয়ন নিয়ে নড়াইল-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন চান ১১ জন।নড়াইল জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল বাশার ডলার ২৪আপডেটনিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
মাশরাফি বিন মুর্তজা ছাড়াও নড়াইল-২ আসনে মনোনয়নপ্রত্যাশী অন্যরা হলেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নিজাম উদ্দিন খান নীলু, সহ-সভাপতি এসএম আসিফুর রহমান বাপ্পী, যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল বাশার ডলার, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক প্রকৌশলী লে. কমান্ডার (অব.) এ এম আবদুল্লাহ, নড়াইল শহর আওয়ামী লীগের সভাপতি মলয় কুমার কুন্ডু, কেন্দ্রীয় কৃষক লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শামীমা সুলতানা, শরীফ খসরুজ্জামানের মেয়ে, সাবেক লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ ফয়জুল আমীর লিটু, কেন্দ্রীয় যুবলীগের সভাপতি মো. তরিকুল ইসলাম, উদ্ভিদ বিজ্ঞানী কাজী জাহিদুর রহমান, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যারিস্টার রেজাউর রহমানের মেয়ে ফারহানা রেজা, লোহাগড়া উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বর্তমান প্রবাসী মো. জসিম উদ্দিন কনক, সাংবাদিক মো. নূর ইসলাম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট সৈয়দ আইয়ুব আলী, অভিনেত্রী সুমাইয়া শিমুর ভাই মো. হাবিবুর রহমান (তাপস), শাহাবাদ ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. মনির হোসেন, নজরুল মুন্সী (অব. আইজিআর), বন ও পরিবেশ বিষয়ক আওয়ামী লীগের উপ-কমিটির সাবেক সদস্য পলাশ হাজরা, লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সী আলাউদ্দিন, জেলা চেম্বার অব কমার্সের সভাপতি ব্যারিস্টার আমিনুর রহমান আলামিন প্রমুখ। এবং জেলা আওয়ামী লীগের সদস্য সহ-সভাপতি মো. হাসানুজ্জামান।
অন্যদিকে নড়াইল নড়াইল-১ আসন থেকে টানা তিনবার নির্বাচিত সংসদ সদস্য বিএম কবিরুল হকের মুক্তি ছাড়াও আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র জমা দিয়েছেন ১০ জন।
নড়াইলের দুটি আসন থেকেই মনোনয়ন চাওয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দীন খান নিলু ঢাকা পোস্টকে বলেন, আমি তৃণমূল থেকে রাজনীতি করি। তৃণমূলের যারা বঞ্চিত হয়েছে, এবারের প্রেক্ষাপটে নির্বাচনে দলকে বাঁচিয়ে রাখতে তারা মনোনয়ন পাবেন বলে আমি আশাবাদী।
জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস ২৪আপডেটনিউজকে বলেন, মনোনয়ন অনেকে চাইলেও দল যাকে দেবে সবাই ঐক্যবদ্ধভাবে তার পাশে থাকবে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- উৎপাদন বন্ধ ৩০ কোম্পানির তালিকা প্রকাশ ডিএসইর, বিনিয়োগকারীদের জন্য সতর্কবার্তা
- বিএসইসি ও বাংলাদেশ ব্যাংকের নতুন সিদ্ধান্ত
- একটিমাত্র চুক্তিতেই যেভাবে ভাগ্য ফিরল মিরাকলের
- তালিকাচ্যুত হচ্ছে পাঁচ ব্যাংক, শেয়ারবাজারের বিনিয়োগকারীদের জন্য কি সিদ্ধান্ত!
- রাতে ব্যালন ডি'অর ২০২৫: বাংলাদেশ থেকে লাইভ দেখার উপায় ও সময়সূচি
- বিদেশি বিনিয়োগের ঝলকানি: ৬ কোম্পানিতে বাড়ছে বহুজাতিকদের আস্থা
- ক্রিকেট বিশ্বে শোকের ছায়া: এশিয়া কাপের মাঝেই কিংবদন্তির বিদায়
- ভারত ম্যাচের আগে তারকা ক্রিকেটারকে হারালো বাংলাদেশ
- শেয়ারবাজারে প্রতারণা: গোপন কারসাজিতে নিঃস্ব হচ্ছেন বিনিয়োগকারীরা!
- 'বি' ক্যাটাগরি থেকে 'জেড' ক্যাটাগরিতে অবনমন এক কোম্পানির শেয়ার
- আয় বৃদ্ধি সত্ত্বেও ডিভিডেন্ড অপরিবর্তিত:বিনিয়োগকারীরা হতাশ
- আজ ভারত বনাম বাংলাদেশ ম্যাচ: টাইগারদের একাদশে দুই পরিবর্তন
- কাল দুটি কোম্পানির গুরুত্বপূর্ণ এজিএম, আসতে পারে ডিভিডেন্ড বিষয়ে সিদ্ধান্ত
- এশিয়া কাপ সুপার ফোর পয়েন্ট টেবিল: এক নজরে জানুন বাংলাদেশের অবস্থান
- এনবিআর-বিএসইসি'র ভুল সিদ্ধান্তে শেয়ারবাজারে বিপর্যয়