ঢাকা, শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২

ফিরতে পারে চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি, বাংলাদেশের বিপিএল থেকে সুযোগ পেতে পারে যে দল

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৪ এপ্রিল ০৩ ০৯:৩০:৪৮
ফিরতে পারে চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি, বাংলাদেশের বিপিএল থেকে সুযোগ পেতে পারে যে দল

ফুটবলের চ্যাম্পিয়ন্স লিগের সাথে পরিচিত সবাই। ক্রিকেটের চ্যাম্পিয়ন্স লিগ হয়েছিল কিনা কেউ জানে না। কিছু বছর আইপিএল, বিগ ব্যাশ, সিপিএলের মত সব ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের সেরা দল, সেরা সব ক্রিকেটারকে একসাথে নিয়ে আসার এক টুর্নামেন্ট ছিল চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি। তুমুল জনপ্রিয় এই টুর্নামেন্ট অল্প সময়ের মধ্যেই বেশ সাড়া ফেলেছিল দর্শকদের মাঝে। ১০ বছর ধরে বন্ধ আছে এই টুর্নামেন্ট।

তবে ক্রিকেটপ্রেমীদের অনন্দের সাগরে ভাসিয়ে দিতে আরও একবার ফিরতে পারে চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি। হ্যাঁ ঠিকই পড়েছেন। দারুণ জনপ্রিয় এই টুর্নামেন্টটি ফেরানোর ব্যাপারে আলোচনা চলছে বেশ সক্রিয়ভাবে। ব্যাটে-বলে মিললে ফিরতে পারে চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি।

ফুটবলে চ্যাম্পিয়ন্স লিগের জনপ্রিয়তা আকাশচুম্বী। চ্যাম্পিয়ন্স লিগের একেকটি ম্যাচ একেকজন ফুটবলপ্রেমীর কাছে অনেক অর্থবহ। ঠিক একইভাবে চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টির জনপ্রিয়তাও অনেক বেশি ছিল দর্শকদের মাঝে। এই টুর্নামেন্ট বন্ধ হওয়ার প্রায় ১০ বছর পেরিয়ে গেলেও সমর্থকদের মাঝে তাই দেখা যায় হাহাকার। তবে সেই হাহাকার ঘোচার সম্ভাবনা সৃষ্টি হয়েছে। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং ভারতের ক্রিকেট বোর্ডের বড় কর্তারা সক্রিয়ভাবে আলোচনা চালাচ্ছেন তুমুল জনপ্রিয় এই টুর্নামেন্টটিকে ফিরিয়ে আনার ব্যাপারে।

মুম্বাইয়ে এক অনুষ্ঠানে গিয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়ে ক্রিকেট ভিক্টোরিয়ার সিইও নিক কামিন্স বলেন, ‘আমার মনে হয় চ্যাম্পিয়ন্স লিগ সময়ের কিছুটা আগে চলে এসেছিল। তখন টি-টোয়েন্টি ক্রিকেটের চিত্রটা এতটা পরিপক্ক ছিল না। তবে এটি এখন পরিপক্ক। আমি জানি ক্রিকেট অস্ট্রেলিয়া, ইসিবি এবং বিসিসিআইয়ের মধ্যে সক্রিয় আলোচনা চলছে চ্যাম্পিয়ন্স লিগের ব্যাপারে।’

নিক আরও বলেছেন, ‘এখন শুধু একটি উইন্ডো বের করতে হবে যে সময়ে খেলাটি খেলা যাবে। কারণ আমাদের সবার আইসিসি টুর্নামেন্টে খেলতে হয়। চ্যাম্পিয়ন্স লিগের প্রথম পুনরাবৃত্তিটি মেয়েদের দিয়ে হতে পারে। ডব্লিউপিএল, বিগ ব্যাশ, দ্যা হান্ড্রেডে খেলা মেয়েদের নিয়ে।’

নিক আরও বলেছেন, ‘আমি ক্রিকেট অস্ট্রেলিয়ার সিইও নিক হোকলির সাথে প্রতিনিয়ত যোগাযোগ করছি কারণ এটা বেশ গুরুত্বপূর্ণ এই টুর্নামেন্টটিকে ফিরিয়ে আনা। এটা নিয়ে আলোচনা চলছে। হয়ত জয় শাহের (বিসিসিআই সচিব) সাথে এই ব্যাপারে আলোচনা করতে হবে। তবে ক্রিকেট অস্ট্রেলিয়ার দরজা চ্যাম্পিয়ন্স লিগের ক্ষেত্রে সবসময় খোলা। শুধুমাত্র এফটিপিতে একটি উইন্ডো বের করতে হবে। আমি মনে করি এটিই ক্রিকেটের পরবর্তী পদক্ষেপ।’

নিকের মতে, ‘আমরা এখনও খুঁজে বের করতে পারিনি কোন লিগ সেরা? আইপিএল, পিএসএল নাকি বিগ ব্যাশ? আমরা এটি তখনই বের করতে পারব যখন মেলবোর্ন স্টার্স করাচি কিংস অথবা মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে খেলবে। ফুটবলের চ্যাম্পিয়ন্স লিগের দিকেই দেখুন না। বিশ্বকাপ অবশ্যই দারুণ কিন্তু সেই সাথে চ্যাম্পিয়ন্স লিগও সবসময় সেখানে থাকে।’

নিক আরও বলেন, ‘এমসিজিতে মুম্বাই ইন্ডিয়ান্সের সাথে মেলবোর্ন স্টার্সের খেলাটা ততটাই রোমাঞ্চকর হবে যতটা বিশ্বকাপে এমসিজিতে ভারত এবং অস্ট্রেলিয়া খেললে হত।’

নিক জানান, ‘ ’৯০ এর দশকে ফুটবলেও ক্লাব বনাম দেশ নিয়ে আলোচনা ছিল। তবে সেখানে লিগের পাশাপাশি আন্তর্জাতিক ফুটবল চালানোর পথ খুঁজে পাওয়া গেছে। বর্তমানে ক্রিকেটও সেরকম কিছুর মধ্য দিয়ে যাচ্ছে। সব দেশের টি-টোয়েন্টি লিগ চালু করার অধিকার রয়েছে। হোক সেটা আয়ারল্যান্ড বা নেপাল। কারা কীভাবে ক্রিকেট খেলতে চায় সেখানে আমাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চাওয়া একদমই উচিত নয়।’

নিক জানিয়েছেন, ‘বাস্তবতা হল দুনিয়াতে এমন কোনো টি-টোয়েন্টি লিগ নেই যেখানে বিশ্বের সেরা ক্রিকেটাররা খেলছে। চ্যাম্পিয়ন্স লিগ তা করে দেখাতে পারবে। অন্য লিগে ভারতের ক্রিকেটাররা নেই। আইপিএলে পাকিস্তানি ক্রিকেটাররা নেই। ফলে দুনিয়ার সেরা ক্রিকেটারদের মাঝে প্রতিদ্বন্দ্বিতা নেই। চ্যাম্পিয়ন্স লিগ সুযোগ করে দিবে সেরা ক্রিকেটারদের একে অপরের বিরুদ্ধে খেলার।’

২০১৪ সালে ভারতে চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টির সর্বশেষ আসর অনুষ্ঠিত হয়েছিল। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিল চেন্নাই সুপার কিংস। ফাইনালে তারা হারিয়েছিল কলকাতা নাইট রাইডার্সকে। ২০০৯ সাল থেকে প্রতি বছর একবার করে ২০১৪ সাল পর্যন্ত টুর্নামেন্টের ছয়টি আসর অনুষ্ঠিত হয়েছিল। ছয়বারের মধ্যে দুইবার করে শিরোপা জিতেছিল চেন্নাই সুপার কিংস এবং মুম্বাই ইন্ডিয়ান্স। এছাড়া একবার করে শিরোপা জিতেছিল নিউ সাউথ ওয়েলস এবং সিডনি সিক্সার্স। ২ আসর আয়োজিত হয়েছিল দক্ষিণ আফ্রিকায়। বাকি ৪ আসর ভারতে।

দুনিয়ার সেরা সব টি-টোয়েন্টি দল এবং ক্রিকেটারদের একত্রে নিয়ে আসার জন্য চ্যাম্পিয়ন্স লিগের চেয়ে ভালো কোনো উপায় হতেই পারে না। অল্প সময়ের মাঝে দর্শকদের হৃদয়ে গেঁথে যাওয়া এই টুর্নামেন্ট ফেরাতে পারলে নিশ্চিতভাবেই আবারও হয়ে উঠবে তুমুল জনপ্রিয়। দেখা যাক বহুল আকাঙ্ক্ষিত এই টুর্নামেন্ট আবারও ফেরে কিনা। তবে যদি এই টুর্নামেন্ট হয় তাহলে বাংলাদেশের বিপিএল থেকে সুযোগ পেতে পারে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ