ঢাকা, রবিবার, ৬ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২

চাকরিজীবীদের জন্য সুখবর: আয়কর রিটার্নে নতুন ছাড়

জাতীয় ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ জুলাই ০৬ ১৪:১৫:৫৬
চাকরিজীবীদের জন্য সুখবর: আয়কর রিটার্নে নতুন ছাড়

নিজস্ব প্রতিবেদক: নতুন অর্থবছরের শুরুতেই বেসরকারি চাকরিজীবীদের জন্য এসেছে স্বস্তির খবর। ২০২৪–২৫ অর্থবছরের বাজেটে আয়কর রিটার্ন জমার নিয়মে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে, যার মধ্যে অন্যতম হলো—বেসরকারি চাকরিজীবীদের করযোগ্য আয় গণনায় ছাড়ের সীমা বাড়ানো।

এখন থেকে চাকরিজীবীরা বার্ষিক বেতন-ভাতা মিলিয়ে সর্বোচ্চ ৫ লাখ টাকা পর্যন্ত আয় করছাড়ের আওতায় আনতে পারবেন, যেখানে পূর্ববর্তী সীমা ছিল ৪ লাখ ৫০ হাজার টাকা। অর্থাৎ অতিরিক্ত ৫০ হাজার টাকার ওপর আর কর দিতে হবে না, যা সরাসরি করের বোঝা কমাবে।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানিয়েছে, করদাতারা ১ জুলাই থেকে ৩০ নভেম্বর পর্যন্ত রিটার্ন জমা দিতে পারবেন। এবারের বাজেটে ব্যক্তিশ্রেণির করমুক্ত আয়সীমা অপরিবর্তিত থাকছে—আগের মতোই বছরে ৩ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত আয় করমুক্ত থাকবে।

তবে করহিসাবে এ বছর মোট ৫টি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে, যার মধ্যে চাকরিজীবীদের ছাড় বাড়ানোর বিষয়টি সবচেয়ে সরাসরি প্রভাব ফেলবে সাধারণ মধ্যবিত্ত নাগরিকদের ওপর।

কী বদলেছে এবার?

করছাড়ের সীমা: ৪.৫ লাখ টাকা → ৫ লাখ টাকা

করমুক্ত আয়ের সীমা: আগের মতোই ৩.৫ লাখ টাকা

রিটার্ন জমার সময়সীমা: ১ জুলাই থেকে ৩০ নভেম্বর ২০২৫

নতুন নিয়মে করহিসাব করতে হবে রিটার্নে

এই পরিবর্তনের ফলে বেসরকারি খাতে কর্মরত, বিশেষ করে মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত চাকরিজীবীদের জন্য কর হিসাব সহজ ও স্বস্তিকর হবে। এতে করে রিটার্ন জমায় আগ্রহও বাড়বে বলে মনে করছে এনবিআর।

কী বলছেন অর্থনীতিবিদরা?

অর্থনীতিবিদদের মতে, দেশের চলমান মূল্যস্ফীতির চাপ ও জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে করহারে এই সামান্য ছাড়ও গুরুত্বপূর্ণ। কারণ অধিকাংশ চাকরিজীবীই নির্দিষ্ট আয় ও সীমিত ব্যয়ের মধ্যেই চলেন। ফলে ৫০ হাজার টাকা পর্যন্ত করছাড় তাদের জন্য বাস্তবিক অর্থেই কিছুটা আর্থিক স্বস্তি এনে দেবে।

মনে রাখুন:

“রিটার্ন জমা এখন শুধু বাধ্যবাধকতা নয়, বরং এক ধরনের নাগরিক দায়িত্ব। তবে নিয়ম যত সহজ হবে, উৎসাহ তত বাড়বে।” — এনবিআর চেয়ারম্যান

যারা নিয়মিত কর দেন বা প্রথমবার রিটার্ন জমা দিতে যাচ্ছেন, তারা অবশ্যই এই বছর বাজেটে আনা পরিবর্তনগুলো মাথায় রেখে কর হিসাব করবেন। এই বাড়তি ছাড় আপনার আয়কর রিটার্নে ইতিবাচক প্রভাব ফেলবে, তা নিশ্চিত করাই বুদ্ধিমানের কাজ।

মো: রাজিব আলী/

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ