২৭ কোটির রিশাব পন্তের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভেঙে নতুন বিশ্ব রেকর্ড গড়লেন উর্বিল প্যাটেল
ভারতের ক্রিকেটে আবারও ইতিহাস রচিত হলো। গুজরাটের উইকেটকিপার-ব্যাটসম্যান উর্বিল প্যাটেল স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে মাত্র ২৮ বলে সেঞ্চুরি করে ভেঙেছেন একাধিক রেকর্ড। বুধবার সৈয়দ মুশতাক আলী ট্রফিতে ত্রিপুরার বিপক্ষে এই অসাধারণ ইনিংস খেলে নিজের নাম তুলে নেন ভারতের ক্রিকেট ইতিহাসের দ্রুততম সেঞ্চুরিয়ানদের তালিকায়।
আইপিএলের এবারের আসরে দল না পেয়ে হতাশ হয়েছিলেন উর্বিল। কিন্তু সেই হতাশাই যেন তাকে অনুপ্রাণিত করেছে মাঠে জবাব দিতে। মুশতাক আলী ট্রফিতে তার বিধ্বংসী ব্যাটিংয়ের প্রদর্শনী আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলোকেও নতুন করে ভাবাবে।
উর্বিল মাত্র ২৮ বলে সেঞ্চুরি পূর্ণ করেন। তার অসাধারণ ইনিংসে ছিল সাতটি চার ও বারোটি বিশাল ছক্কার ঝড়। ইনিংসের শেষে তিনি অপরাজিত থাকেন ৩৫ বলে ১১৩ রান নিয়ে। উর্বিলের এই ঝোড়ো ইনিংসে গুজরাট সহজেই জয় তুলে নেয়।
উর্বিল প্যাটেলের এই ইনিংস ভারতীয় ক্রিকেট ইতিহাসে দ্রুততম সেঞ্চুরির নতুন রেকর্ড। তিনি ভেঙেছেন ঋষভ পন্তের ৩২ বলে সেঞ্চুরির রেকর্ড। পন্তের এই রেকর্ডটি এতদিন ছিল ভারতের ঘরোয়া টি-টোয়েন্টির সর্বোচ্চ।
উর্বিলের ২৮ বলে সেঞ্চুরি স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে দ্বিতীয় দ্রুততম। প্রথম স্থানে আছেন এস্তোনিয়ার ব্যাটার সাহিল চৌহান, যিনি গত জুনে সাইপ্রাসের বিপক্ষে মাত্র ২৭ বলে সেঞ্চুরি করেছিলেন। মাত্র এক বলের জন্য বিশ্বরেকর্ড ছুঁতে না পারলেও উর্বিল তার বিধ্বংসী ইনিংস দিয়ে সবাইকে চমকে দিয়েছেন।
ত্রিপুরার বিপক্ষে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন উর্বিল। মাত্র ৩৫ বলের ইনিংসে সাতটি চারের পাশাপাশি হাঁকান ১২টি বিশাল ছক্কা। তার ঝড়ো ইনিংসে গুজরাটের জয় ছিল সহজ ও নিশ্চিত। এই ইনিংসটি শুধু দলকেই জয় এনে দেয়নি, বরং উর্বিলকে তুলে এনেছে আলোচনার কেন্দ্রে।
উর্বিলের এই ইনিংস এখন ক্রিকেট বিশ্বে আলোচনার কেন্দ্রবিন্দু। বিশেষজ্ঞরা মনে করছেন, আইপিএলের দলগুলো হয়তো এবার তার এই বিধ্বংসী ফর্ম দেখে ভবিষ্যতে দলভুক্ত করতে আগ্রহী হবে।
ম্যাচ শেষে উর্বিল বলেন,
"আইপিএলে সুযোগ না পাওয়া হতাশার ছিল। তবে আমি জানতাম, মাঠে ভালো পারফরম্যান্স দিয়েই এই হতাশাকে জয় করতে হবে। আজকের ইনিংসটি আমার সামর্থ্যের একটি প্রমাণ।"
উর্বিল প্যাটেলের এই দুর্দান্ত ইনিংস প্রমাণ করে, তিনি শুধু আইপিএলের জন্য নয়, বরং ভারতের জাতীয় দলে সুযোগ পাওয়ার মতোই প্রতিভাবান। ভবিষ্যতে তার এমন পারফরম্যান্স তাকে আরও বড় মঞ্চে নিয়ে যাবে, এটাই এখন ক্রিকেট ভক্তদের প্রত্যাশা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অবসরের ঘোষণা দিলেন বাংলাদেশের জনপ্রিয় পেসার
- মুস্তাফিজকে ক্ষতিপূরণ দেওয়া নিয়ে যা জানালো আইপিএল কর্তৃপক্ষ
- বাংলাদেশ বিশ্বকাপ না খেললে? বিকল্প হিসেবে নাম আসছে যে দেশের
- earthquake today: পর পর দুইবার ভূমিকম্পে কাঁপলো বাংলাদেশ
- কলকাতার হাসপাতালে ভেন্টিলেশনে ওবায়দুল কাদের, অবস্থা অত্যন্ত সংকটাপন্ন
- জবি ভর্তি ফলাফল ২০২৫-২৬: প্রকাশিত হলো বিজ্ঞান ইউনিটেররেজাল্ট,যেভাবে দেখবেন
- সোনার বাজারে বড় রেকর্ড: ভরিতে বাড়লো ৫১৩২ টাকা
- বাংলাদেশ বিশ্বকাপ খেলাতে ভারতে না গেলে কী হবে? আইসিসির সামনে কঠিন তিন পথ
- earthquake today: ভূমিকম্পে কাঁপলো দেশ, উৎপত্তিস্থল কোথায়?
- চলছে রংপুর বনাম চট্টগ্রাম ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন Live
- আজ সিলেট বনাম নোয়াখালী ম্যাচ: খেলাটি কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশকে এক কথায় না বলে দিল যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও সুইজারল্যান্ড
- প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা বাতিল: পুনঃপরীক্ষার ঘোষণা শীঘ্রই
- Sylhet Titans vs Noakhali Express Live:খেলাটি সরাসরি দেখুন Live
- চলছে সিলেট বনাম নোয়াখালী ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন Live