গোপালগঞ্জে ব্যাপক সংঘর্ষ, ৩০ জন আহত

গোপালগঞ্জ সদর উপজেলার সিঙ্গারকুল গ্রামে আধিপত্য বিস্তার ও জমি-জমা নিয়ে বিরোধের জেরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রবিবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় এ ঘটনায় অন্তত ৩০ জন আহত হন। আহতদের মধ্যে ১১ জনকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন জানান, দীর্ঘদিন ধরে ওই গ্রামের মুসলিম শেখ ও বাবলু মোল্লার মধ্যে জমি-জমা ও এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে রবিবার সন্ধ্যায় দুই পক্ষের মধ্যে প্রথমে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে তা ধাওয়া-পাল্টা ধাওয়া এবং দেশীয় অস্ত্র ব্যবহার করে সংঘর্ষে রূপ নেয়।
স্থানীয়দের ভাষ্যমতে, সংঘর্ষে উভয় পক্ষই লাঠি, রড ও ধারালো অস্ত্র ব্যবহার করে। এ সময় পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
সংঘর্ষে আহত ৩০ জনের মধ্যে ১১ জনকে গুরুতর অবস্থায় গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ৮ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। বাকিরা স্থানীয় ক্লিনিকগুলোতে চিকিৎসা নিয়েছেন।
সংঘর্ষের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন বলেন, "পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। তবে এখন পর্যন্ত কেউ এ বিষয়ে থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।"
গ্রামবাসীরা জানান, মুসলিম শেখ ও বাবলু মোল্লার মধ্যে পূর্ব থেকেই আধিপত্য বিস্তার নিয়ে বিবাদ ছিল। বারবার ছোটখাটো ঝামেলার সৃষ্টি হলেও এ ধরনের সংঘর্ষের ঘটনা প্রথমবার ঘটল। তাদের মতে, দুই পক্ষের মধ্যে দীর্ঘদিনের বিরোধ মেটাতে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন।
অধিপত্য বিস্তার ও জমি-জমা নিয়ে এই সংঘর্ষ এলাকার শান্তি-শৃঙ্খলার জন্য হুমকি হিসেবে দেখা দিয়েছে। এলাকাবাসী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মনে করছেন, এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে দুই পক্ষের মধ্যে আলোচনা ও সমঝোতার ব্যবস্থা গ্রহণ করা জরুরি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম আফগানিস্তান: টস শেষ, একাদশে ৩ পরিবর্তন, লাইভ দেখুন এখানে
- চলছে বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচ: লাইভ দেখুন এখানে!
- চলছে বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচ: নাসুম জোড়া আঘাত, লাইভ দেখুন এখানে
- ৬ নিরীক্ষা ফার্মকে নিষিদ্ধ করছে বিএসইসি! ঝুঁকিতে ৪ কোম্পানি
- বাংলাদেশের সুপার ফোর: ৬৭ রান কিংবা ১১.২ ওভারের জটিল সমীকরণ!
- পুঁজি হারাচ্ছেন? সর্বনিম্ন দামে ৫ শেয়ারে দিশেহারা বিনিয়োগকারীরা!
- আজ বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- কিছুক্ষণ পর আফগানিস্তান বনাম বাংলাদেশ ম্যাচ: লাইভ দেখবেন যেভাবে
- শেয়ারবাজারে আলোড়ন: একমি পেস্টিসাইডসের বিরুদ্ধে বিএসইসির দৃষ্টান্তমূলক শাস্তি
- শেয়ারবাজারে নতুন চাল: ৩ কোম্পানির ভিন্ন গতিপথ!
- কিছুক্ষণ পর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের ৩ পরিবর্তন নিয়ে বাংলাদেশের একাদশ ঘোষণা
- শেষ হলো বাংলাদেশ বনাম আফগানিস্তানের মধ্যকার বাঁচা মরার লড়াই, জানুন ফলাফল
- আবহাওয়ার খবর: ৪ বিভাগে ভারী বর্ষণ, আপনার এলাকার বিস্তারিত পূর্বাভাস!
- শেয়ারবাজারে উল্লম্ফন! ৬ কোম্পানির শেয়ারে বাজিমাত
- সরকারি কর্মীদের জন্য নতুন পে-স্কেল নিয়ে বড় সুখবর