দ্রুতই জাতীয় দলে ফিরছেন সাব্বির, দিলেন রোড ম্যাপ

এক সময় জাতীয় দলে আটো চয়েজ ছিলেন সাব্বির রহমান। তবে জাতীয় দল তো দুরে থাক গত আসরে বিপিএলে দল পাননি সাব্বির। এবার তাকে দলে ভিড়িয়েছিল ঢাকা ক্যাপিটালস। দীর্ঘ দিন জাতীয় দলের বাইরে সাব্বিরের জন্য এই বিপিএলটা ছিলে নিজেকে আবার ট্র্যাকে আনার বিপিএল।
এবারের শুরুর দিকে একাদশে সুযোগ পাননি এই হার্ড হিটার ব্যাটার। তবে সুযোগ পেতেই সেই সুযোগ কাজে লাগিয়েছেন তিনি। ব্যাট হাতে রীতি মত বোলারদের ঘাম ঝরিয়েছেন। আর তাতেই নিয়মিত একাদশে মিলেছে সুযোগ। তার এমন পারফরমেন্সের তাকে আবারও জাতীয় দলে দেখতে চান ভক্তরা।
আজ চলতি আসরে নিজেদের শেষ ম্যাচে মাঠে নামে ঢাকা ক্যাপিটালস। এই দিনও ব্যাট হাতে ২০ রান করেন সাব্বির। এই ম্যাচ শেষে সাব্বিরকে সংবাদ সম্মেলনে জাতীয় দলে ফেরার বিষয়ে প্রশ্ন করা হয়। সেখানে তিনি বলেন, ‘আমি আসলে টি-টোয়েন্টির প্লেয়ার। ৬-৭ নম্বরে খেলি ওয়ানডেতে, ১০ ওভার পাই। টি-টোয়েন্টিতে ৩ নম্বরে ব্যাট করছি, ২০ ওভারই পাই।'
সাব্বির আর বলেন, 'টিম ম্যানেজমেন্ট যেখানে দিবে আমার প্ল্যান অনুযায়ী চেষ্টা করব। বিপিএল ভালো খেললাম জানি না পরে কী হবে। তবে চেষ্টা করব অনুশীলন ধরে রাখার। প্ল্যান তো জাতীয় দলে খেলার জন্যই।’
এরপর তাকে প্রশ্ন করা নিজের মেধার অপচয় করেছেন কি না। উত্তরে সাব্বির বলেন, ‘আসলে অপচয় না। আমার যেটা রিজিক ছিল আমি পেয়েছি। কোনো ব্যাটার বলতে পারবে না ৬টা ছয় মারতে পারবে। কেউ চেষ্টা করে, কেউ হয়ত ব্যর্থ হয়। আমি চেষ্টা করছি ভালো খেলার, পারফর্ম খারাপ করেছি তাই বাদ পড়েছি।'
তিনি আরও জানান, 'মাঝে গ্যাপ পড়েছে। বিপিএলে খেললাম। যদি সুযোগ হয় আমি জাতীয় দলে খেলার জন্য প্রস্তুত। পরের কাজ হলো অনুশীলন করা নিজেকে সময় দেওয়া এবং প্রস্তুত হওয়া নিজের জন্য।’
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- এসএসসি রেজাল্ট ২০২৫: ফল প্রকাশের তারিখ ঘোষণা, জানুন দেখার নিয়ম
- এসএসসি রেজাল্ট ২০২৫: কিভাবে সবার আগে দেখবেন আপনার ফল? জানুন নিয়ম
- SSC Result 2025: দুপুর ২টায় প্রকাশ, কীভাবে দেখবেন ফলাফল
- এসএসসির ফল পুনর্নিরীক্ষার তারিখ ঘোষণা: ‘বোর্ড চ্যালেঞ্জ’ করবেন যেভাবে
- আজ এসএসসি রেজাল্ট ২০২৫ প্রকাশ: দ্রুত অনলাইনে ফল দেখার সহজ উপায়
- এসএসসি ফল পুনঃনিরীক্ষণ ২০২৫: ঘরে বসেই যেভাবে করবেন বোর্ড চ্যালেঞ্জ
- চলছে SSC বোর্ড চ্যালেঞ্জ ২০২৫: খাতা চ্যালেঞ্জ করবেন সবার আগে যেভাবে
- SSC ফল পুনঃনিরীক্ষণ শুরু আজ: খাতা চ্যালেঞ্জের নিয়ম ও আবেদন খরচ
- এসএসসি রেজাল্ট ২০২৫: অনলাইনে ও এসএমএসে দেখবেন যেভাবে
- চেলসি বনাম ফ্লুমিনেন্স: সেমিফাইনালে জমজমাট ৯০ মিনিট শেষ, ফাইনালে কার জায়গা?
- রাতে পিএসজি বনাম রিয়াল মাদ্রিদ ম্যাচ: বাংলাদেশ থেকে লাইভ দেখার সহজ উপায়
- এসএসসি ও দাখিল রেজাল্ট ২০২৫: ওয়েবসাইট ও মোবাইল থেকে দ্রুত ফল
- রিয়াল বনাম পিএসজি: ২৫ মিনিটেই বদলে গেল ম্যাচের চিত্র, কে গেল ফাইনালে?
- চেলসি বনাম ফ্লুমিনেন্সে: কবে, কখন, কোথায়, কিভাবে দেখবেন লাইভ
- ২০২৫ সালের এসএসসি ফলাফল: ৬ লাখ ৬৬০ জন ফেল করেছে