আনচেলত্তির ভবিষ্যৎ নির্ধারণ করবে কোপা দেল রের ফাইনাল

নিজস্ব প্রতিবেদক: রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তির ভবিষ্যৎ এখন অনেকটাই অনিশ্চিত। মৌসুমের শুরু থেকেই একের পর এক হতাশাজনক পারফরম্যান্সে চাপে আছেন এই ইতালিয়ান কোচ। স্প্যানিশ সুপার কাপে বার্সেলোনার কাছে ৫-২ গোলে হার, এরপর লা লিগায় শীর্ষস্থান হারানো এবং সর্বশেষ চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়—সব মিলিয়ে রিয়ালের ডাগআউটে তার অবস্থান এখন টালমাটাল।
সবচেয়ে বড় ধাক্কাটা এসেছে চ্যাম্পিয়ন্স লিগে আর্সেনালের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে। প্রথম লেগে তিন গোলে পিছিয়ে পড়া রিয়াল মাদ্রিদ দ্বিতীয় লেগে ঘুরে দাঁড়াতে পারেনি। বরং নিজেদের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ২-১ গোলে হেরে ৫-১ অ্যাগ্রিগেট স্কোরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় তারা। ২০২০ সালের পর এই প্রথম সেমিফাইনালের আগে ইউসিএল থেকে বাদ পড়ল রিয়াল। অন্যদিকে, ১৬ বছর পর সেমিফাইনালে জায়গা করে নিল আর্সেনাল।
এই পরাজয়ের পর আনচেলত্তিকে সরাসরি প্রশ্ন করা হয়, এই ম্যাচই কি চ্যাম্পিয়ন্স লিগে তার শেষ ম্যাচ? জবাবে তিনি বলেন, “আমি জানি না এবং জানতে চাইও না। ক্লাব যদি পরিবর্তনের সিদ্ধান্ত নেয়, সেটা আজ হোক, এক মাস পর হোক বা এক বছর পর—আমি কেবল ক্লাবকে ধন্যবাদ জানাবো।”
কিন্তু মুখে যতই শান্ত দেখান, বাস্তবতা বলছে আনচেলত্তির চাকরি নিয়ে বড় প্রশ্ন তৈরি হয়েছে। ব্রিটিশ গণমাধ্যম দ্য অ্যাথলেটিক জানিয়েছে, ২৬ এপ্রিলের কোপা দেল রের ফাইনালের পর রিয়াল মাদ্রিদের সঙ্গে নিজের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে পারেন আনচেলত্তি। এই ম্যাচেই হয়তো নির্ধারিত হবে তিনি থাকবেন, নাকি বিদায় বলবেন।
বাংলাদেশ সময় অনুযায়ী ২৭ এপ্রিল রাত ২টায় কোপা দেল রের ফাইনালে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। আরেকটি এল ক্লাসিকোর মঞ্চে উঠতে যাচ্ছে শিরোপা নির্ধারিত হওয়ার পাশাপাশি কোচের ভবিষ্যৎ নির্ধারিত হওয়ারও সম্ভাবনা।
এর আগে মৌসুমের মাঝামাঝিতেও আনচেলত্তির বরখাস্ত হওয়ার গুঞ্জন উঠেছিল। যদিও রিয়াল তার সঙ্গে ২০২৬ সালের মাঝামাঝি পর্যন্ত চুক্তি নবায়ন করেছিল। কিন্তু সাম্প্রতিক ব্যর্থতায় সেই চুক্তি এখন ঝুলে আছে ভবিষ্যতের উপর।
এদিকে, আনচেলত্তিকে নিয়ে আগ্রহ দেখাচ্ছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। ইতালিয়ান কোচকে রাজি করাতে তারা প্রতিনিধি দল পাঠিয়েছে মাদ্রিদে। স্প্যানিশ দৈনিক মার্কা এবং দ্য অ্যাথলেটিক জানিয়েছে, সিবিএফের প্রতিনিধিরা বার্নাব্যুতে উপস্থিত ছিলেন এবং দুই পক্ষের মধ্যে শিগগিরই আলোচনা হতে পারে।
আনচেলত্তিও এর আগে ব্রাজিল জাতীয় দলের কোচ হওয়ার ব্যাপারে ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন বলে দাবি করেছে দ্য অ্যাথলেটিক। যদিও সিবিএফের পক্ষ থেকে মুখপাত্র জানিয়েছেন, কোচ নিয়োগের বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি এবং এটি দেখছেন সিবিএফ সভাপতি এডনালদো রদ্রিগেজ ও জেনারেল কো-অর্ডিনেটর রদ্রিগো কায়েতানো। তারা বর্তমানে রিও ডি জেনেইরোতে অবস্থান করছেন।
সব মিলিয়ে, রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার মধ্যকার আসন্ন কোপা দেল রে ফাইনাল শুধু একটি ট্রফির জন্য নয়, বরং কার্লো আনচেলত্তির রিয়াল অধ্যায়ের ভবিষ্যৎ নির্ধারণের জন্যও এক ঐতিহাসিক ম্যাচ হতে চলেছে।
মোঃ রাজিব/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম আফগানিস্তান: টস শেষ, একাদশে ৩ পরিবর্তন, লাইভ দেখুন এখানে
- চলছে বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচ: লাইভ দেখুন এখানে!
- আফগানিস্তান বনাম শ্রীলঙ্কা: টস শেষ, লাইভ দেখুন এখানে
- চলছে আফগানিস্তান বনাম শ্রীলঙ্কা ম্যাচ: লাইভ দেখুন এখানে
- চলছে আফগানিস্তান বনাম শ্রীলঙ্কা ম্যাচ: পাওয়ার প্লে শেষ, লাইভ দেখুন এখানে
- ৬ নিরীক্ষা ফার্মকে নিষিদ্ধ করছে বিএসইসি! ঝুঁকিতে ৪ কোম্পানি
- চলছে বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচ: নাসুম জোড়া আঘাত, লাইভ দেখুন এখানে
- এনবিআরের এক চিঠিতেই কাঁপল শেয়ারবাজার! আসল কারণ কী?
- বাংলাদেশের সুপার ফোর: ৬৭ রান কিংবা ১১.২ ওভারের জটিল সমীকরণ!
- বড় খবর! আইপিও প্রক্রিয়া বদলে দিচ্ছে ডিএসই: বিনিয়োগের সুযোগ
- পুঁজি হারাচ্ছেন? সর্বনিম্ন দামে ৫ শেয়ারে দিশেহারা বিনিয়োগকারীরা!
- কিছুক্ষণ পর আফগানিস্তান বনাম বাংলাদেশ ম্যাচ: লাইভ দেখবেন যেভাবে
- ১৭০ রান টার্গেট, নতুন নিয়মে শ্রীলঙ্কা কত রানে হারলে বাংলাদেশ সুপার ফোরে যাবে
- শেয়ারবাজারে আলোড়ন: একমি পেস্টিসাইডসের বিরুদ্ধে বিএসইসির দৃষ্টান্তমূলক শাস্তি
- ব্যাংক এশিয়ার এমডির মাস্টারস্ট্রোক: বিনিয়োগকারীদের নজর এখন শেয়ারে!