এক শর্তে বিশ্বকাপে খেলবেন মেসি: জানালেন নিজেই

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। আগামী বছরের ১১ জুন থেকে উত্তর আমেরিকার তিন দেশে—যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে শুরু হবে ফুটবলের মহাযজ্ঞ। ফুটবলপ্রেমীদের সবচেয়ে বড় প্রশ্ন এখন—লিওনেল মেসি খেলবেন কি না এই বিশ্বকাপে? অবশেষে এই প্রশ্নের উত্তর দিয়েছেন খোদ মেসি নিজেই।
সম্প্রতি ‘সিম্পলমেন্তে ফুটবল’-এর সঙ্গে এক আলাপচারিতায় মেসি বলেন, শরীর সাড়া দিলে তিনি খেলবেন বিশ্বকাপে। অর্থাৎ ফিটনেসই হবে তার খেলার প্রধান শর্ত। তার কথায়, ‘সত্যি বলতে এটা (বিশ্বকাপ) এখনো অনেক দূরের বিষয়। তবে সময় খুব দ্রুতই চলে যায়, তাই না? এই বছরটি আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। ধারাবাহিকভাবে খেলা এবং নিজের ভালো লাগার ব্যাপারটিই সবচেয়ে বড় বিষয়।’
মেসি আরও বলেন, ‘গত বছর আমি প্রাক-মৌসুমে যোগ দিয়ে দুটি ম্যাচ খেলেছিলাম। এরপর ইনজুরি ও শরীর পুরোপুরি ফিট না থাকায় অনেক ম্যাচ খেলতে পারিনি। তবে এবার প্রাক-মৌসুম ভালো কাটিয়েছি, ভালোভাবেই শুরু করেছি, এবং সত্যি বলতে ভালোও লাগছে।’
৩৮ বছর বয়সী এই আর্জেন্টাইন তারকা গত দেড় বছরে বেশ কয়েকবার ইনজুরিতে পড়েছেন। গত কোপা আমেরিকা ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে ম্যাচ চলাকালীন চোট পেয়েছিলেন। এরপর নতুন মৌসুমের শুরুতেও মাঠে নামতে পারেননি। চলতি বছর ইন্টার মায়ামির হয়ে এখন পর্যন্ত সাতটি ম্যাচ খেলেছেন, যেখানে করেছেন তিন গোল ও দুটি অ্যাসিস্ট।
মেসি মনে করছেন, তার শরীরের ওপর চাপ অনেক বেশি। কারণ তার দল ইন্টার মায়ামিকে নিয়ে এখন থেকেই অনেক ব্যস্ত সূচিতে খেলতে হচ্ছে। ‘এটা লম্বা মৌসুম। এখন শুরু হলো এবং জুনে কোনও বিরতি ছাড়াই ডিসেম্বর পর্যন্ত চলবে। এর মধ্যে ক্লাব বিশ্বকাপসহ আরও অনেক প্রতিযোগিতা আছে। তাই সত্যি বলতে বললে, আমি যে একেবারেই ভাবছি না বিশ্বকাপ নিয়ে—তা হবে মিথ্যা বলা।’
তবে ফাইনাল কোনো সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে এখনই কিছু বলতে নারাজ মেসি। তিনি স্পষ্ট জানিয়ে দেন, ‘আমি এখনই কোনো লক্ষ্য ঠিক করতে চাই না। দিন ধরে ধরে এগোবো। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমার শরীর কেমন অনুভব করছে। আমি নিজের সঙ্গে সৎ থাকতে চাই।’
এদিকে বিশ্বকাপ নিয়ে ফুটবলবিশ্বে জল্পনা-কল্পনার কেন্দ্রবিন্দুতে থাকা মেসির এমন বক্তব্য আর্জেন্টাইন ভক্তদের জন্য কিছুটা আশার বার্তাই বটে। এখন শুধু অপেক্ষা—মেসির শরীর কী বলে!
মোঃ রাজিব/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আর্জেন্টিনা বনাম পুয়ের্তো রিকো: সরাসরি দেখুন এখানে (LIve)
- বাংলাদেশ বনাম হংকং ম্যাচ: চলছে দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন এখানে (Live)
- বাংলাদেশ বনাম হংকং: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ হলো ম্যাচ, জানুন ফলাফল
- আজ HSC Result 2025 প্রকাশ: এক নজরে জানুন ঘরে বসেই যেভাবে দেখবেন ফল
- আর্জেন্টিনা বনাম পুয়ের্তো রিকো: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- HSC Result 2025 প্রকাশ: অনলাইন ও SMS এ দ্রুত এইচএসসির ফলাফল জানবেন যেভাবে
- চলছে আর্জেন্টিনা বনাম পুয়ের্তো রিকো ম্যাচ: সরাসরি দেখুন এখানে (Live)
- আফগানিস্তান বনাম বাংলাদেশ: ব্যাটিংয়ে বাংলাদেশ, সরাসরি দেখুন এখানে (Live)
- বাংলাদেশ বনাম হংকং: ৮০ মিনিটের খেলা শেষ, জেনে নিন সর্বশেষ ফলাফল
- এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ ২০২৫: এক নজরে জানুন আবেদন প্রক্রিয়া
- এইচএসসি রেজাল্ট বিপর্যয়: বোর্ড চ্যালেঞ্জ করবেন যেভাবে জানুন যেদিন থেকে শুরু
- আর্জেন্টিনা বনাম পুয়ের্তো রিকো: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন সর্বশেষ ফলাফল
- এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ ২০২৫ নতুন নিয়ম: কখন, কোথায় ও কিভাবে করবেন আবেদন
- এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ ২০২৫: এক নজরে জানুন আবেদনের নিয়ম, ফি ও সময়সীমা
- লঙ্কাবাংলা ফাইন্যান্সের ডিভিডেন্ড ঘোষণায় রেকর্ড ভাঙলো: বিনিয়োগকারীরা হতাশা