ঢাকা, সোমবার, ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ইপিএস প্রকাশ

শেয়ারবাজার ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ মে ১২ ১৩:৩৫:১৯
সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ইপিএস প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের প্রথম তিন মাসে আয় কমেছে, নগদ প্রবাহেও পড়েছে ভাটা—তবে সম্পদমূল্যে স্থিতিশীল অবস্থান ধরে রেখেছে সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত এই বিমা প্রতিষ্ঠান সদ্য প্রকাশিত ২০২৫ অর্থবছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এমন ছবিই ফুটে উঠেছে।

প্রতিবেদন অনুযায়ী, আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (EPS) দাঁড়িয়েছে ৪৩ পয়সায়, যেখানে গত বছর একই সময়ে ছিল ৫৪ পয়সা। অর্থাৎ এক বছরের ব্যবধানে আয় কমেছে প্রায় ২০ শতাংশ। আর নগদ অর্থের প্রবাহ—যা কোম্পানির আর্থিক গতি-প্রকৃতি বোঝায়—সেটিও কিছুটা সংকুচিত হয়েছে। এবারের প্রান্তিকে শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ (NOCFPS) নেমে এসেছে ৪৩ পয়সায়, যা গত বছর ছিল ৫৫ পয়সা।

তবে এসব হ্রাসের মাঝেও কোম্পানির নিট সম্পদমূল্যে (NAV) তেমন বড় ধরনের পরিবর্তন দেখা যায়নি। ৩১ মার্চ, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে ৫০ টাকা ৫৩ পয়সায়, যা প্রতিষ্ঠানটির স্থিতিশীল মূলধনী কাঠামোর ইঙ্গিত দেয়।

বিশ্লেষকরা বলছেন, আয় ও নগদ প্রবাহে সাময়িক এই মন্দা তেমন উদ্বেগের নয়, যদি কোম্পানি পরবর্তী প্রান্তিকে কার্যক্রমে গতি আনতে পারে। বিনিয়োগকারীদের জন্য আশার বিষয়—সম্পদমূল্যে দৃঢ় অবস্থান ধরে রেখেছে সেন্ট্রাল ইন্স্যুরেন্স।

মো: রাজিব আলী/

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ