বৃষ্টি আর কত দিন থাকবে জানালো আবহাওয়া অধিদপ্তর
নিজস্ব প্রতিবেদক: দেশজুড়ে শুরু হয়েছে বৃষ্টির ধারাবাহিকতা, আর তা চলতে পারে আরও পাঁচ দিন। দেশের আটটি বিভাগের বেশির ভাগ জায়গায় আগামী ২৫ মে পর্যন্ত বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সঙ্গে কোথাও কোথাও হতে পারে মাঝারি থেকে ভারি বর্ষণও।
বুধবার (২১ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এসব তথ্য জানায় সংস্থাটি।
আবহাওয়া অফিস জানায়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই অবস্থায় বুধবার (২১ মে) সারাদিন এবং রাত পর্যন্ত রংপুর ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায়, ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এ ছাড়া রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণও হতে পারে। একই সঙ্গে সারা দেশে দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় একই থাকবে।
পরবর্তী দিন বৃহস্পতিবার (২২ মে) বৃষ্টির প্রবণতা কিছুটা কমে এলেও থাকবে বজ্রবৃষ্টি। ওই দিন রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় হতে পারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি। তবে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
শুক্রবার (২৩ মে) থেকে শনিবার (২৪ মে) পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি কমলেও একেবারে থেমে যাবে না। রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট—সব বিভাগের দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।
রবিবার (২৫ মে) চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং অন্যান্য বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে। এই সময়কালের মধ্যেই দক্ষিণপশ্চিম মৌসুমীবায়ু (বর্ষা) চট্টগ্রাম উপকূলে অগ্রসর হওয়ার সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
এদিকে গতকাল মঙ্গলবার সকাল ৬টা থেকে আজ বুধবার সকাল ৬টা পর্যন্ত দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে, ৩৭ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল রংপুরে, ২২ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে ১৯৪ মিলিমিটার, যা ঘটেছে দেশের একাধিক অঞ্চলে ভারি বর্ষণের কারণে।
পরবর্তী কয়েক দিন যে ছাতা ছাড়া চলা যাবে না, তা বলাই বাহুল্য। বিশেষ করে উত্তর, উত্তর-পূর্ব ও মধ্যাঞ্চলের বাসিন্দাদের জন্য রয়েছে সতর্কবার্তা—বজ্রপাত ও দমকা হাওয়ার সময় সতর্কভাবে চলাফেরা করার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট দপ্তর।
মোঃ রাজিব আলী/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বিএনপির গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত: ৪০ আসনে প্রার্থী পরিবর্তন? তালিকা প্রকাশ!
- Earthquake Today: ফের ভূমিকম্পে রাস্তায় নামল জনতা
- বাংলাদেশ বনাম আজারবাইজান: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- earthquake today: আবারো ৪.২ তীব্রতার ভূমিকম্প
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ৩য় টি-২০: খেলাটি সরাসরি দেখুন Live
- খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা জানালেন ব্যক্তিগত চিকিৎসক জাহিদ হোসেন
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ৩য় টি-২০: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- কঠোর শাস্তির মুখে শিক্ষকরা: পরীক্ষা বন্ধের জেরে কঠোর অবস্থানে সরকার
- আজ বাংলাদেশ বনাম আজারবাইজান ম্যাচ: সরাসরি Live দেখার উপায়
- আজকের সোনার দাম: (মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫)
- earthquake today- ৪.৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল বাংলাদেশ ও দক্ষিণ এশিয়া
- আজ বাংলাদেশ বনাম আজারবাইজান ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- বিশ্ববাজারে কমলো স্বর্ণ-রুপার দাম, বাংলাদেশে স্বর্ণের ভরি কত
- earthquake today: বাংলাদেশে ভূমিকম্প অনুভূত,উৎপত্তিস্থল কোথায়
- ব্রাজিল বনাম বাংলাদেশ ম্যাচ কবে, জানুন সময়সূচি