ঢাকা, বুধবার, ২৮ মে ২০২৫, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২

গুজব না সত্যি: ঈদে বিকাশে ৭৫০০ টাকা বোনাস দিচ্ছে সরকার

সারাদেশ ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ মে ২৬ ১৫:৪২:১৭
গুজব না সত্যি: ঈদে বিকাশে ৭৫০০ টাকা বোনাস দিচ্ছে সরকার

নিজস্ব প্রতিবেদক: ঈদুল আজহার প্রাক্কালে সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে ঘুরে বেড়াচ্ছে এক দারুণ খবর — “বিকাশ দিচ্ছে সবাইকে ৭৫০০ টাকা ঈদ বোনাস!” সঙ্গেই দেওয়া আছে একটি লিংক, যেখানে ঢুকে মাত্র কয়েকটি ফর্ম পূরণ করলেই টাকা হাতে পাওয়ার কথা। নাম, জেলা, পেশা—সবই দিতে হবে। এমনকি বিকাশ পিন ও নম্বরও চাইছে!

কিন্তু, এই ঈদের শুভ বার্তায় লুকিয়ে আছে এক ভয়ানক ফাঁদ। রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা গেল, লিংকটি আসলে কোনো অফিশিয়াল অফার নয়, বরং এক প্রতারণার সাঁজ! যারা ফর্মে তথ্য দিয়ে এগিয়ে যাচ্ছেন, তাদের আসল বিকাশ অ্যাকাউন্টের বদলে ‘Maima Fashion-RM1008131’ নামের এক অচেনা জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। বুঝতেই পারছেন, এটি আসল বিকাশের ইন্টারফেস নয়, আর সেই সঙ্গে অর্থ চুরির বড় খেলা।

বিকাশ কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়ে দিয়েছেন—এমন কোনো ঈদ বোনাস বা অফার তারা ঘোষণা করেনি। অফিসিয়াল ওয়েবসাইট, ফেসবুক পেজ কিংবা গণমাধ্যমে কোথাও এর সত্যতা নেই। এই মিথ্যা লোভনীয় প্রস্তাবের পিছনে আছে শুধুই প্রতারণা ও তথ্য চুরি।

তাই, ঈদে খুশির মাঝেও যেন কেউ আপনাকে ঠকাতে না পারে—সজাগ থাকুন, সন্দেহজনক লিংক এড়িয়ে চলুন এবং বিকাশের অফিশিয়াল সূত্র থেকেই খবর নিন। ব্যক্তিগত তথ্য আর পিন কখনো কারও হাতে দেবেন না, নয়তো খুশির ঈদে হয়ে যেতে পারে দুঃখের পরশ্রম।

মনে রাখবেন: ঈদ মানেই আনন্দ, কিন্তু সতর্কতার সঙ্গে—তাইলে প্রতারণা কেউ আপনাকে ছুঁইয়ে দিতে পারবে না।

জামিরুল ইসলাম/

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

জাপান সফরে প্রধান উপদেষ্টা ইউনূস

জাপান সফরে প্রধান উপদেষ্টা ইউনূস

নিজস্ব প্রতিবেদক: দূরপাল্লার কূটনীতির আরেকটি অধ্যায় শুরু করলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এশিয়ার ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ এক... বিস্তারিত