ঢাকা, বুধবার, ২৮ মে ২০২৫, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২

শেয়ারবাজার সংকটের কারন ও সমাধান নিয়ে সিপিডির সতর্কতা

শেয়ারবাজার ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ মে ২৭ ১৬:২০:৫৫
শেয়ারবাজার সংকটের কারন ও সমাধান নিয়ে সিপিডির সতর্কতা

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের শেয়ারবাজার যেন দীর্ঘদিন ধরে এক অদৃশ্য ছায়ায় ঢাকা—যেখানে বিনিয়োগকারীরা প্রতিনিয়ত আশা নিয়ে এগিয়ে যান, কিন্তু ফিরে আসেন ক্ষতির ভার বয়ে। এবার সেই অন্ধকার চিত্র স্পষ্টভাবে তুলে ধরল গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।

মঙ্গলবার (২৭ মে) রাজধানীর ধানমণ্ডিতে সিপিডির নিজস্ব কার্যালয়ে আয়োজিত ‘বাংলাদেশের অর্থনীতি ২০২৪-২৫ অর্থবছর অবস্থান (তৃতীয় পাঠ)’ শীর্ষক মিডিয়া ব্রিফিংয়ে সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন বললেন, “বাজারে সংকট এখনো বিদ্যমান। যে ক্ষতির গল্প শুরু হয়েছিল বহু বছর আগে, তা এখনও শেষ হয়নি।”

ষোল বছরের ইতিহাসে সূচক কমেছে ৩৭%

ফাহমিদা খাতুনের প্রবন্ধ অনুযায়ী, বিগত ১৬ বছরে শেয়ারবাজারের প্রকৃত মূল্য কমেছে ৩৭ দশমিক ৬ শতাংশ। অথচ এই সময়ের মধ্যে দেশে অর্থনীতির বিভিন্ন খাতে দৃশ্যমান পরিবর্তন ঘটেছে।

তিনি বলেন, “বাজারে পুনরুদ্ধারের গল্প বলা হলেও, বাস্তবে এখানে চলছে অব্যবস্থা, কারসাজি ও অবহেলার সমাহার। একটি টাস্কফোর্স থাকলেও সংস্কারের গতি এমন যে, তা যেন আছে না থাকায় সমান।”

যে পাঁচ শত্রু বাজারকে করছে পঙ্গু

সিপিডির বিশ্লেষণে উঠে এসেছে পাঁচটি বড় চ্যালেঞ্জ—যা শেয়ারবাজারকে প্রতি মুহূর্তে পেছনে ঠেলে দিচ্ছে:

নিম্নমানের আইপিও দিয়ে বাজারে ঝুঁকি তৈরি

আর্থিক প্রতিবেদনে লুকোচুরি ও জালিয়াতি

বিও অ্যাকাউন্টে স্বচ্ছতার অভাব

প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের পক্ষপাতদুষ্ট ও প্রশ্নবিদ্ধ আচরণ

সেকেন্ডারি মার্কেটে পরিকল্পিত কারসাজি

এই পাঁচ শত্রু যেমন বিনিয়োগকারীদের আস্থা নষ্ট করছে, তেমনি দেশের পুঁজিবাজারকেও আন্তর্জাতিক বিনিয়োগের জন্য অনিরাপদ হিসেবে চিহ্নিত করছে।

সূচকের ‘ভেলকি’ ও কারসাজির কৌশল

সিপিডির তথ্যমতে, গত ৯ মাসে ডিএসইতে সূচক কখনও ধীরগতিতে নিচে নেমেছে, কখনও আবার হঠাৎই ৬ হাজার পয়েন্ট অতিক্রম করেছে। এই চিত্র সাধারণ বিনিয়োগকারীদের জন্য যতটা ‘রহস্যময়’, বাস্তবে তা ততটাই উদ্দেশ্যমূলক—ভিতর থেকে ঘটে চলেছে পরিকল্পিত লেনদেন ও মূল্য নিয়ন্ত্রণ।

“কারসাজি এখন ওপেন সিক্রেট,” বললেন ফাহমিদা। “দুর্বল তদারকি, প্রযুক্তির সঠিক ব্যবহার না হওয়া ও অপরাধীদের শাস্তির অনুপস্থিতি—সব মিলিয়ে বাজার যেন নিজের শেকড়েই নিজে কুড়াল মারছে।”

ব্যাংক খাতেও দুর্বলতা

শুধু পুঁজিবাজার নয়, ব্যাংকিং খাতেও রয়েছে সুশাসনের ঘাটতি। বাংলাদেশ ব্যাংকের স্বাধীনতা নিশ্চিত করা এবং বেসরকারি ব্যাংকগুলোর পরিচালনা বোর্ডকে আরও জবাবদিহির আওতায় আনার তাগিদ দেন সিপিডি নির্বাহী পরিচালক।

কেবল নীতিগত সংস্কার নয়, চাই নৈতিক জাগরণ

মিডিয়া ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন সিপিডির সম্মানীয় ফেলো ড. মোস্তাফিজুর রহমান, গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেমসহ আরও অনেকে।

সিপিডির পর্যবেক্ষণ বলছে, শুধু নীতিগত সংস্কার নয়, প্রয়োজন বাজার সংশ্লিষ্টদের মধ্যে নৈতিক জাগরণ—যা বাজারকে করে তুলবে স্বচ্ছ, ন্যায়ভিত্তিক ও টেকসই।

আজ যখন লাখো ক্ষুদ্র বিনিয়োগকারী শেয়ারবাজারের ভবিষ্যৎ নিয়ে সংশয়ে, তখন এমন বিশ্লেষণ কেবল বাস্তবতা তুলে ধরছে না, বরং দিচ্ছে এক সম্ভাবনার বার্তা—যদি এখনই সাহসী ও স্বচ্ছ পদক্ষেপ নেওয়া যায়।

শেয়ারবাজারে আস্থা ফেরাতে হলে, এখনই দরকার ‘লাভ নয়, নৈতিকতা’কে অগ্রাধিকার দেওয়া।

মো: রাজিব আলী/

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

জাপান সফরে প্রধান উপদেষ্টা ইউনূস

জাপান সফরে প্রধান উপদেষ্টা ইউনূস

নিজস্ব প্রতিবেদক: দূরপাল্লার কূটনীতির আরেকটি অধ্যায় শুরু করলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এশিয়ার ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ এক... বিস্তারিত